আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটে ক্লাশে ফেরার সিদ্ধান্ত শুক্রবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার তাদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন সপ্তম ব্যাচের শিক্ষর্থী সুদীপ্ত সাহা। বৃহস্পতিবার সকালে তিনি এসব কথা বলেন, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে ছাত্র প্রতিনিধিরা আস্বস্ত হয়েছে। তবে সকল শিক্ষর্থীরা নয়। তাই সকল বিভাগের শিক্ষর্থীদের সাথে কথা বলতে আমাদের কিছুটা সময় লাগবে। তিনি বলেন, আজ আমাদের আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও হয়ত তা সম্ভব হবে না।

কেননা আন্দোলন কেবলমাত্র ছাত্র প্রতিনিধিদের নয়। এ আন্দোলন ছিল সকলের। তাই সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলনকারী সকল শিক্ষথীরা একমত হলে আমরা দ্রুত ক্লাশে ফেরার ঘোষণা দেব বলেও তিনি জানান। এর আগে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ক্যাম্পাসে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করে ১৬ জন ছাত্র প্রতিনিধি।

বুয়েট শিক্ষর্থীদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফেরার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুর“ল ইসলাম নাহিদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.