আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটে শিবিরের অপতৎপরতা!

যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অংশ হিসেবে রাজপথে পুলিশের ওপর অতর্কিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্রশিবির এ মুহূর্তে বেশ আলোচিত। দেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট গভীরে শেকড় গেঁড়ে চলেছে শিবির। মেধাবীদের এ প্রতিষ্ঠানটিতে অত্যন্ত সুকৌশলে সবার চোখ এড়িয়ে সংগঠনটি চালিয়ে যাচ্ছে তাদের সাংগঠনিক কার্যক্রম। বুয়েটের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। গত নভেম্বর মাসের দিকে বুয়েটের নজরুল ইসলাম হলের ২২৩, ৩০২, ৩২৪, ৩৩০ ও ৪১০ নম্বর রুম এবং আহসানউল্লাহ হলসহ বিভিন্ন হল থেকে বিপুলপরিমাণ ইসলামী বই ও শিবিরের সাংগঠনিক কার্যক্রমের বিবরণ সংবলিত বেশ কিছু গোপন নথি পাওয়া যায়।

শিবির সরাসরি বুয়েট ক্যাম্পাসে রাজনীতি করতে না পেরে আজিমপুরের একটি ভবনের ৬ তলার ছাত্রবাস থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতো। বুয়েটে সাংগঠনিক শক্তি বাড়াতে ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শিবির বিপুলপরিমাণ অর্থ ব্যয় করছে বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের পেছনে। ২০১০ সালে বুয়েটে শিবির অর্থ ব্যয় করেছে আট লাখ ৭০ হাজার ৩১৪ টাকা এবং ২০১১ সালে খরচ করে ১৩ লাখ ২৩ হাজার ২০০ টাকা। ছাত্রলীগ নেতা-কর্মীরা বুয়েট শিবিরের এক নেতার কম্পিউটারের হার্ড ডিস্ক জব্দ করে এ খরচের গোপন তথ্য উদ্ধার করে। জানা যায়, বুয়েটে শিবির নেতাকর্মীদের সঙ্গে এখানকার অনেক শিক্ষকের ভালো সর্ম্পক রয়েছে।

এদের কেউ কেউ আর্থিকভাবেও শিবিরকে সহায়তা করে। একইভাবে বুয়েট প্রশাসনেও শিবিরের প্রভাব রয়েছে বলে জানা যায়।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.