চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই, এতো কারও অপরাধ নয়, কালের খেলায় হল এই। এ জীবনে সত্য যেটা মেনে নিতে দোষ কি সেটা.....
প্রিয় অপ্রিয় হবার গল্প নাই বা করলাম দীর্ঘ।
আমি যে অন্যায় করেছি তা অকপটে স্বীকার করবো।
মেনে নিয়ে সব ব্যার্থতা, ভুলে যাব সব জয়-পরাজয়।
যে জয় তোমার, তার কিছু অংশ যে আমারও প্রাপ্য।
যদি না দিতে চাও কোন ক্ষোভ প্রকাশ করব না, কথা দিচ্ছি।
আজ সব কিছু ভুলে ফিরে যাচ্ছি আমার নিজের হেরেমে।
তোমাকে সুখী করতে না-হয় একটু কষ্ট প্রিয়।
সে তো ভাগ্য প্রিয়, তোমার জন্য কিছু করতে পারা।
এতেই অনেক সুখ নিয়ে বেঁচে রব বাঁচার দীর্ঘ সীমা পর্যন্ত।
যে কষ্ট অনুভব করেছি তার কোনটাই তোমার দেয়া নয়, সে তো আমারই সৃষ্টি।
আমাকেই ভোগ করতে দাও, হইওনা অংশীদার এ বিষের সমুদ্রের।
এ অতল সীমাহীন দুঃখের সমুদ্রে যত বিপদেই আমাকে আচ্ছন্ন করুক না কেন এ হৃদয়ে তবু তোমারই নাম যপে যাব।
এতেও যদি সুখ না হয় ,বলে দিও কিসে সুখ পাও তুমি।
যদি আমার সাধ্য হয় করব না কৃপণা।
মনে নিয়ে সান্ত্বনা তোমার সুখেও আমি ছিলাম কিছু অংশীদার।
ভয় নেই,ভয় নেই এ ত্রিভুবনে জানবে না কেউ, তোমার পিছনে আমিও ছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।