জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায়
বড় মিথ্যার যুগে বসবাস করছি। জীবনের কানাকড়ি মুল্য নেই। আমার আবেগ অনুভূতি আর বিশ্বাসের দাম অপরের কাছ কোন বিষয়ই নয়।
ক্ষূদ্র স্বার্থের কারণে আমাকে মিশিয়ে দেওয়া তার কাছে কোন ঘটনাই না । কিন্তু চলমান এই দুনিয়া, সিস্টেমের বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। তাই সিদ্ধান্ত নিলাম- দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলাম। যদি কিছু করি, এমনকি একটি লাইনও যদি লিখি, একবার যদি দমও নেই সেই দম দিয়েও এর বিরোধীতা করে যাব, ঘৃণা প্রকাশ করে যাব, এর ধ্বংসে কাজ করে যাব। এমনিতেই তো কোন মূল্য নেই।
তাই আমি বড় বেপরোয়া হয়ে যাব।
যার সম্মান নেই- তার সম্মান খুজে কোন লা্ভও নেই। সম্মানের দুনিয়ায় সম্মান খুজব, ইতরের দুনিয়া সম্মান খুজে লাভ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।