সুখীমানুষ তোমার কথাতেই কবিতা লেখি তাই তোমার লাগে ভালো নিজের কথা দেখে কবিতায় রঙ্গীন মন তোমার রাঙ্গালো। আমি তো বন্ধু কবি নই তোমারই কাব্য মন, আমার যত কথা যত গান সব তোমারই অনুরনন। একটুখানি বসতে দিও ভক্তকুলের ভীড়ে, ধূলা হয়ে বসলে পায়ে চরণে রেখো ধূলাটিরে। তোমারি কথায় কবিতা হয় গুনগুনানি হয় গান, তুমি আমায় বলো কবি তুমি নিজেই কবিতার প্রাণ। ১০-৮-১২, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।