আমাদের কথা খুঁজে নিন

   

ফটোওয়াক @ বলধা গার্ডেন

www.cameraman-blog.com/

বলধা গার্ডেন এ ঘুরে আসলাম, এই তো সেদিন। আমি গেলাম মনে হয় এক যুগ পরে। কেমন জানি ধূলো-মলিন মনে হলো। খূব যে একটা যত্ন নেয়া হয়না সেটা দর্শনার্থীদের যে কেউ ই বুঝতে পারবেন। আগে প্রতিটা গাছের গোড়ায় গাছের নাম লেখা একটা ছোট টিনের সাইনবোর্ড থাকতো।

এবার একটাও দেখলাম না। আর থেকেই বা লাভ কি !!! এটা তো আর এখন বৃক্ষপ্রেমীদের জন্য না, শুধূই প্রেমিক-প্রেমিকাদের জন্য। খোলা জায়গা থেকে শুরু করে সব জায়গাতেই জোড়ায় জোড়ায় এদের দেখা যায়। এদেরই বা দোষ দেই কেন। এই এতো বড় শহরে কোথাও বান্ধবী, প্রেমিকা কিংবা স্ত্রী'কে নিয়ে একদন্ড শান্তিতে বসার যো আছে।

ফেরিওয়ালা থেকে ভিক্ষুক - সবাই আপনার মাথা খারাপ করার জন্য একপায়ে খাড়া। সাথে আছে নিরাপত্তাহীনতা। এবারের ফটোওয়াকটাও দারুণ হয়েছে। আসলে ব্লগারদের যে কোন উপলক্ষে একসাথে হওয়ার মজাটাই যেন আলাদা। সাথে কালপূরুষ'দা থাকলে খাওয়া-দাওয়াটাও বেশ জম্পেস হয়।

তো এবারের ফটোওয়াকে গিয়েছিলাম ১৬ জন। বড় সারপ্রাইজ ছিল লাভলু (লাভলুদা) আর তানিয়ার আসাটা। বর্ণনাতো আগেই সব জেনে গেছেন, তাই আর সেদিকে গেলাম না। ফটোওয়াকের পরে সবাই মিলে ঠাটারী বাজারে ষ্টার হোটেলে কাচ্চি / মোরগ পোলাও আর শেষে কালপূরুষ'দার সৌজন্যে ফালুদা - জোশ !!! ফটোওয়াক শেষ করে আমরা ৪ জন (বৃত্তবন্দি, আইরিন, হানী আর আমি) গিয়েছিলাম দনিয়া এ কে হাইস্কুলে ইভটিজিং বিরোধী পোষ্টারিং এ যোগ দিতে। যদিও পূরোটা সময় থাকতে পারি নাই।

সেখানে আলাপ হলো ব্লগার পারভেজ আলম আর শিপু ভাই এর সাথে। পারভেজ আলম আন্তরিক এবং মজার মানুষ। চলেন এবার তাহলে কিছু ছবি দেখি। হাই রেজ ছবিগুলো পাবেন এখানে । SWiBlog Photographers গ্রুপে ঘুরে আসতে পারেন অন্যান্যদের ছবি দেখার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।