কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..
সামহয়্যারের ব্লগারদের এবারের আড্ডা জমেছিলো টিকাটুলীর বলধা গার্ডেনের সবুজ প্রকৃতির মাঝে। আমার স্বামীবাগের বাসার অল্প কিছু দূরেই বলধা গার্ডেন। তাই প্রথম থেকেই ভাবছিলাম সময় পেলে যাওয়ার চেষ্টা করবো। ...মনে পড়ে, প্রায় পাঁচ বছর আগে শেষবার বলধা গার্ডেনে গিয়েছিলাম। তারপর আর যাওয়া হয়নি কখনো!
বাসার এতো কাছে অথচ বহুদিন আর দেখা হয়নি স্মৃতিতে ভাস্বর সেই হারানো সবুজ।
কেমন আছে সেই বলধা গার্ডেন?.... কেমন আছে সেই সবুজ সুন্দর? সেই অসাধারণ নিসর্গ? সেই সুন্দর এক ছোট্ট পুকুর? পুকুর পাড়ের সুন্দর এক সিঁড়ি? ...
এসব ভাবতে ভাবতে একসময় এসে গেলাম অকুস্থলে। একঝাঁক তরুণ তাজা প্রাণের ব্লগারদের সাথে দেখা হলো। এরা প্রত্যেকেই আমার বয়সের তুলনায় অনেক ছোট। তাই সবার সাথে ছোট ভাইয়ের মতোই কথা বললাম।
এই তরূণ তাজাপ্রাণের ব্লগাররা আড্ডাটি ডাকার সময় প্রথম কয়েকদিন খুব করে একটি গ্রাফিক্সের মাধ্যমে ব্লগের সবখানে তাদের আড্ডার আয়োজনের খবরটি ছড়িয়ে দিয়েছিলো।
তাতে করে কেউ কেউ বিরক্ত হয়ে উঠলে পরবর্তীতে তারা হঠাৎ করেই খুব বেশী চুপ হয়ে যায় (হয়তোবা অভিমানেই!)। এমনকি বৃহস্পতিবারেও পরেরদিন যে বলধা গার্ডেনে আড্ডা হবে- এমন কোন নিশ্চিতকরণ পোষ্ট আমি ব্লগে খুঁজে পাইনি।
যাই হোক, এ সমস্ত কারণেই সম্ভবতঃ অনেকেই শেষ মুহুর্তে আড্ডা যে হবে তা' আর জানতে পারেননি। ...তাছাড়া কিছুদিন আগেই একটি আড্ডা হয়ে যাওয়ায় ব্লগারদের মাঝে আড্ডা বিষয়ে কিছুটা ক্লান্তিও বোধহয় ছিলো!
তারপরেও জমে ওঠে আড্ডা। অনেক পরিচিত মুখ পাইনি।
তারপরেও নতুন মুখের তরুণদের কাছ থেকেই শুনলাম তাদের ব্লগে আসার গল্প। তাদের সবারই ব্লগকে অসাধারণভাবে ভালোবাসার গল্প। ব্লগ কী ভাবে তাদের জীবনে জড়িয়ে গেছে সেইসব মজার মজার সব কথা। ...
একটি সুন্দর মুখ খুব হাসছিলো। তার নাম পিংকি।
আরেক সুন্দর তাজা প্রাণ খুব রসিকতা করে কথা বলছিলো- সে বাংলাদেশ ফায়সাল। আর সেই সাথে তার নামের আরেক মিতা হ্যান্ডসাম তরুণ এস কে ফয়সাল আলম তো ছিলোই। ...
এক এক করে ব্লগ জীবনের আরো কথা শোনালো আড্ডার প্রধান আয়োজক মোজাম্মেল প্রধান (সে আসলে বয়সে একেবারেই তরুণ-ছবি দেখে আমরা সবাই তাকে খুব বয়স্ক ভেবেছিলাম), আমিনুল ইসলাম মামুন, ১৯৭১ স্বাধীনতা, নীট এন্ড ক্লীন, পিংকী, পল্লব শাহরিয়ার, সায়াদ, আব্দুল্লাহ আল মনসুর, সালাহউদ্দির আহমদ, এস কে ফয়সাল আলম, সুমন আহমেদ স্বাধীন, সুজন মৌলিক অপূর্ব, বাংলাদেশ ফয়সাল, জাহিদ আবেদীন সহ চেনা-অচেনা সব ব্লগাররা।
এবারের আড্ডায় একটা নতুন বিষয় ঘটেছে। সামহয়্যারের ব্লগাররা ছাড়াও বলধা গার্ডেনে বেড়ানোর জন্য আগত অনেক সাধারণ মানুষ দাড়িয়ে দাড়িয়ে ব্লগারদের কথা শুনেছে।
বুঝতে চেষ্টা করেছে এই ব্লগাররা আসলে কারা!
আড্ডার শেষের দিকে বেলুন ফোলানো ও ফাটানোর একটা মজার প্রতিযোগিতাও হয়। আর সবশেষে গার্ডেনের বাইরে গিয়ে এক রেষ্টুরেন্টে বসে চলে মোগলাই পরাটা আর কোল্ড ড্রিংকস-খাওয়ার পর্ব।
আমার ক্যামেরায় আড্ডার কিছু ছবি তুলেছিলাম। সেগুলো থেকে কয়েকটি এখানে দিচ্ছিঃ
.........................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।