আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত থুতুর উড়ন্ত সূত্র

কী লাভ আকাশ সম হতাশা নিয়ে বেঁচে থেকে , এর চেয়ে তো মরণ ভালো ! প্রশ্নঃ মনে করুন চারতলা বাসার মালিক নিচ তলায় কাজ করছিলো । হঠাত্‍ ই ঐ বাসা থেকে একদলা থুতু এসে পড়লো টাকলু মালিকের মাথায় । মালিক তো রেগে মেগে আগুন । এখন প্রশ্ন হলো মালিক কী করে বের করবে যে ,কয়তলা থেকে থুতুর দলাটা এসেছে । . . . . . . উত্তরঃমালিকের মাথায় পড়ন্ত থুতুর দলার পরিমাণ ও ছড়িয়ে পড়ার আয়তন নির্ণয় করতে হবে ।

তারপর মাথাটা মুছে বাসার নিচে নির্দিষ্ট জায়গায় মালিককে দাঁড় করাতে হবে । তার কাউকে দিয়ে একতলা দুই তলা করে ক্রমান্বয়ে চার তলা থেকে মালিকের মাথায় ঐ একই পরিমাণ থুতুর দলা ফেলতে হবে এবং প্রতি বার এর ছড়িয়ে পড়ার আয়তন নির্ণয় করতে হবে । যে তলা থেকে পতিত থুতুর দলার আয়তন পূর্বের আয়তনের সাথে মিলে যাবে সে তলার লোকদের জেরা করলেই আসামী হাতের মুঠোয় । কেউ স্বীকার না করলে , মালিক ঐ থুতুর দলার গন্ধ টা পরীক্ষা করবে এবং প্রতিটি তলায় গিয়ে এক এক জনকে হাঁ করিয়ে গন্ধ শুকবে এবং যার সাথে মিলবে সে ই আসামী বলে গণ্য হবে । আর এটা হলো দিগন্ত নীলের পড়ন্ত থুতুর উড়ন্ত সূত্র ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।