আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত বিকেলে সেই রাত্রির গান

বাঙলা কবিতা

পড়ন্ত বিকেলে সেই রাত্রির গান ============== শোকবিহ্বল পাহাড়গুলি নীরব অথচ দ্রুততায় লুকিয়ে পড়ছে হয়-হয়-সন্ধ্যার ফিনফিনে চাদরের নিচে; এবং নিঃসঙ্গ বুলবুলি গেয়ে উঠছে নাইটেঙ্গেল-ওড। আমাকে এখন যেতে হবে, পাহাড়-খাঁড়ি থেকে দূরে... সুনসান রাত্রিদের গ্রামে, হাতির চোখের মতো মায়াবি নির্জনে; অতএব, বিদায় হে বিকেলের সৌখিন গোলাপী বাতাস! বিদায় হে ঘোরলাগা, মিষ্টি রঙিন ছায়াগুলি। দূর লোকালয় থেকে উঁচু-নিচু ঢেউয়ের বাতাসে কতো ভেসে আসছে হাটের গুঞ্জন, কোলাহল, হৈ-হট্টগোল! মেয়েলি কান্নার মতো বিবাহের গীতগুলো তীব্র হতে হতেই নমিত স্বরের মধ্যে ডুবে যাচ্ছে বারবার এবং উচ্চনাদে জেগে উঠতেও সময় নিচ্ছে না তেমন। এর মধ্যেই খুঁজে নিতে হবে মৌন সব তাঁবুর ঠিকানা; যাযাবর রাত্রি তার ক্যাম্পখাট বিছিয়েছে কোনও নিরালায়। লবঙ্গ ফুলের গন্ধ মিশে গেছে জিরা ও মৌরী বনে বনে। অনেক সংকীর্ণ আর আঁকাবাঁকা পথ উঠে গেছে রাত্রির পাড়াটির দিকে। পথে কোনও নক্ষত্রের ইশারা ফোটেনি, চৌকিদারের মতো হাঁক মারা চাঁদ নেই গ্রামটির কোনও সীমানায়। বিস্মৃত সুরের সাথে বহু পুরনো গানের কলি গুনগুন মেখে দিতে দিতে যেতে হয় সেইসব গুপ্ত ঠিকানায়। পৌঁছে গেলে, জীবনের গন্ধ বেজে ওঠে আনন্দিত নিদ্রার চেয়ে শব্দময়...সময় চিত্রিত হয়ে ভেসে ওঠে বর্ণিল পটভূমি জুড়ে। নিজেকে দারূন চেনা যায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।