আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত দুপুরে .

নিজ সত্তার অভাবে মানুষের অন্তর পরিবর্তন হয় শুন্য আত্মায় আর শূন্য আত্মার নিজস্ব কোনও কথা থাকেনা................................... জানি ভালবাসার কোনও রঙ নেই। তবুও কেন জানি এই রঙটাকে খুজতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে ভালবাসার রঙ দূর তেপানতর থেকে ছিনিয়ে নিয়ে আসি। আর সেই রঙে নিজেকে রাঙ্গিয়ে দেই, রাঙাই আমার সেই মানুষ টিকেও। যখন পড়ন্ত দুপুরের সোনা রোদে তোমার মুখখানি ভিজে, ইচ্ছে করে পৃথিবীর সব রঙ আনে তোমার কপালে আলতো করে ছোঁয়াই।

আর হাত দুটো ছুঁয়ে তমায় বলি কতটা সুন্দর তুমি! আর বিকেল শেষে যখন সূর্যটা ডুবুডুবু করে, তখন তোমার কাঁধে মাথা রেখে স্বপ্ন অতলে হারিয়ে যাবো। এটাই তো ভালোবাসা .। .। .। .।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।