আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত বেলায় মন ফিরে যায় অজানায়



বেলা পড়ে আসছে। সূর্য ডোবার ক্ষণ ঘনিয়ে আসছে। মনের অন্তরালে একটা করুণ সুর........ক্যালেন্ডারের পাতায় একটা সংখ্যা বদল হবে। পৃথিবী জুরেই বাৎসরিক একটা হিসাব নিকাশ হবে। মন হিসাব কষছে কিসের?মনের হিসাব নিভৃতে নীরবে কোন ক্যালকুলেটর, ক্যালেন্ডারের পাতা, হিসাব নিকাশের মোটা খাতা ..কিছুই উলাটাবে না........গভীর দীর্ঘশ্বাস মনকে ডুবিয়ে দিবে কল্পনা,ধুলো পড়া স্মৃতি আর একাকীত্বে।

অবশ্য স্মৃতিতে ধুলো আর কই পড়ে!!!যে গভীর মমতা স্মৃতিকে ছুঁয়ে দেয় মমতায়...কখনও জলে ধুয়ে দেয় ...ধুলো পড়ার সুযোগ কই!!!!!স্মৃতিগুলো মনকে ছুঁয়ে থাকে সারাবেলা। এমনি করে দিন চলে যায়,স্মৃতিরা ভির করে..জীবনের রংগুলো ম্লান হয়ে যায়। ম্লান আলোয় একাকী বসে থাকা.......হয়ত অপেক্ষা...রংয়ের তুলি দিয়ে মনকে , জীবনকে রংধনুর সব রং দিয়ে রাঙ্গানোর জন্য কিন্তু সবাই কি পারে?পারে না। কেউ কেউ কেবলি অপলক চেয়ে রয়, দীর্ঘশ্বাসে ভারী করে মনকে, চোখকে...খুঁজে ফেরে সেই পথ.. যে পথে সুখ আসবে ......এমনি করেই বেলা পড়ে যায়---পৃথিবী থেকে....জীবন থেকে.... তবুও সবাইকে নতুন সূর্যোদয়ের, নতুন বছরের আলোয় আলোকিত হওয়ার শুভ কামনা। শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।