আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত গোধুলী বেলা

জ্ািননা

সহেলী আপুকে উৎসর্গ করে সারাদিনের কর্মব্যস্ততা শেষে পড়ন্ত গোধুলী বেলায় যদি ফুসরত মেলে তোমার অতীতের স্মৃতির জানালাতে .. উকি দিবে একটু যেখানে আমাদের স্বপ্নের প্রান্তর আজো অমলিন .. আমি যত্ন করে সবুজ রেখেছি স্মৃতির বৃক্ষ গুলোকে ! তোমার স্পর্শেরা এখোনো জীর্ণ নয় ধূলোর জগত তলে তোমার সুরভী আজো ভাসে বাতাসের আনাগোনায় ... আমাদের সুখের হাসিগুলো ফিসফিস করে বলে ... আবার ফিরবে তো একসাথে এই পথে.. জানি আর ফেরা হবেনা তোমার আমার ... সময়ের ব্যবধানে আমরা গড়েছি অন্যবাধন অন্য ভুবন যেখানে অতীতের স্মৃতিরা অবান্চিত নিষিদ্ধ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।