জীবন মানেই মজা... এখন আমি আর নই তাদের দলে যারা শুধু দুঃখ কষ্ট নিয়ে পরেই থাকে । আমি এদেরকে নিয়ে গঠন মূলক কিছু একটা করার কথা ভাবছি । ভাবছি ইতিহাসের সেই রাজ-রাজাদের মত একটা বিশাল প্রাসাদ বানাবো । যে প্রাসাদের প্রতিটি ইট পাথর-ই থাকবে আলাদা আলাদা কষ্ট দিয়ে তৈরি । আমার একার পক্ষে এত গুলো ইট পাথর যোগাড় করা সম্ভব নয় বিধায় সব কষ্টে থাকা , কষ্ট পাওয়া , নীরবে কষ্ট সহ্য করা মানুষ গুলোকে আমন্ত্রণনামা লিপিবদ্ধ করে পাঠিয়েছিলাম তারাই নানা রঙ এর নানা আকৃতির ইট পাথর নিয়ে শশরীরে উপস্থিত হয়েছেন ।
সব ধরনের কক্ষ থাকবে এখানে । একটি কক্ষ যেখানে আলো বাতাস নেই অন্ধকার নিজেকেও নিজে উপলধ্বি করতে পারে না নিজের শরীরের স্পর্শও পাওয়া যায় না । জানলা দিয়ে দূরের মাঠ দেখা যাবে যেখানে খেলা করবে কষ্টেরা আবাধে নিয়মিত । থাকবে ছোট ও বড় নানা প্রজাতির ফুল ও ফলের গাছ যেখানে শোভা পাবে কত রকমারি কষ্ট । প্রতি দিন ই বপণ করা হবে কষ্টের বীজ রোপণ করা হবে চারা গাছ।
থাকবে বিশাল বড় একটা সদর দরজা যার উপরে বড় বড় করে লেখা থকবে “ক ক” । আর ফটকের বাঁ পাশের দরজায় থাকবে কবি হেলাল হাফিজের লেখা সেই ফেরিওয়ালা(কষ্ট নেবে কষ্ট হরেক রকমের কষ্ট আছে...)কবিতা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।