নোনাধরা কার্তিকের আকাশ থেকে
খুলে পড়েছে ঘোলা জোছনা
আমি সারারাত খোলা জানালায় বসে বসে
মেঘের গল্প শুনেছি
তোমার চুড়ি আর নাকফুলের গন্ধ
আমাকে ডুবিয়ে দিয়েছিলো মুগ্ধতায়
যেন বাতাসের ভাঁজ খুলে আমি পড়েছি
তোমার নির্ভুল প্রেমপত্র।
তুমি জানতেই পারো নি আমার আকাশি রং শার্টে
উল্টে পড়েছিলো শাদা কুয়াশার নুড়ি
মুঠোবন্দি প্রজাপতি উড়ে যাবার আগে তার ডানার
সবটুকু রং ঢেলে দিয়েছিলো জানালার গ্রিলে,
আমার খন্ডিত মস্তকে তখন ঘোরলাগা স্বপ্ন
মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছিলো,
তোমার সরীসৃপ চুম্বনে নীল হতে হতে
আমি দু'ফাঁক করে দিয়েছিলাম আমার পাঁজরের হাড়,
তুমি বিস্মিত চোখে দেখেছিলে
আমার হৃৎপিণ্ডে জমাট বরফ
হয়ে আছে তোমার কষ্টগুলো।
তুমি আগুন জ্বালালে কার্তিকের রাতে, অন্ধকারে,
ফেরৎ নেবে পাষ- যৌবন,
আগুনের মহোৎসবে মেতে উঠলো শত শত জোনাকি
তবুও এক টুকরো বরফ এক ফোঁটা জল হলো না,
আমার পায়ের কাছে মরামাছির মতো
পড়ে থাকলো নিষ্ফলা প্রেম।
তুমি কী করে জানবে কষ্টের বরফ গলাতে
কতোটুকু ভালোবাসা লাগে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।