আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টের হাসি

আমার মাঝে তোমার আমি
কাঁদিনি আমি, হেসেছি শুধু চোখের সামনে ছেলেটি যখন ধুলোয় লুটিয়ে পরে, ওই সাহেবের চড়ে, বলিনি কিছুই দেখেছি শুধু। মেয়েটি শুধু কাঁদে আর কাঁদে গালের পোড়া অশ্রুতে ভেজে মেম সাহেব হেসে উঠে বলে, "ফাঁকিবাজ মেয়ে তাই তো ধরে, গালটি তার দিয়েছি পুড়ে"। বলিনি কিছুই শুনেছি শুধু। আচ্ছা ! ওই সাহেবকে যদি মারি আমি এক চড়? থাকবে কি ঘাড়ে আমার এ ধর? অথবা ওই মেম সাহেবের ঘাড়টি ধরে দেই যদি তার গালটি পুড়ে চোদ্দশিকে আমায় দেবেই ভরে। তাইতো সে ভয়ে, কাঁদিনি আমি, হেসেছি শুধু বলিনি কিছুই, দেখেছি শুধু বলিনি কিছুই, শুনেছি শুধু। আসুন আমরা শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হই
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.