বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই ভরা বসন্তে কোন বাতাসের স্পর্শ আমাকে কেন নাচিয়ে তোলে না কেনই বা স্বপ্ন দেখতে পারি না গভীর তলে গিয়ে আর কেনই বা ভালেবাসার রং খুজে পাই না অবাক লাগে ,বড়ই অবাক লাগে নিজেকে অন্যের সাথে মিলাতে পারিনা বড় অদ্ভুদ মনে হয় এই অচেনা মনকে !! বাতাসে কতই না কন্ঠ ভেসে বেড়ায় এত কন্ঠের মাঝে কোন কন্ঠ আমার হৃদয় স্পর্শ করে না কোন সুর আমাকে মাতিয়ে তোলে না আমি কি মৃত ?নাকি ভালোবাসা আমাকে পর করেছে ? বুকের অভিমানী রিক্ত কন্ঠ আমাকে বার বার প্রশ্ন করে চার দেয়ালের মাঝে সেই প্রশ্ন প্রতিধ্বনি শুনি আর উত্তর খুজি... নাহহ আমি মৃত নই....!!! আমি ভালোবাসা প্রিয়াসী আমি শুভ্র বিলাসী আমার ভালোবাসা স্বর্গের রানী আমি রাজার অপেক্ষায় আছি বলে আজও আমি নীরব ... আর তাই আমার ভালোবাসার দুয়ারে অশুভ ঢুকতে পারে না তাই আজও মানুষটির অপেক্ষায় আছি... হে ভালোবাসার স্বর্গের দূত দেখা দাও ভালোবেসে দেখবো তোমায় দু'নয়ন ভরে চিরকাল ধরে......!! । (মায়াবী নিজমনে কথোপকথন )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।