আমাদের কথা খুঁজে নিন

   

সুরের অপেক্ষাতে-৪

ওস্তাদী ধুনে তুলি সাঁইজীর গান

তুমি বন্ধু হইতে পরো নাই আর ভাবের গঞ্জে গিয়ে প্রেমের পাঠে পড়েছ ভুল দেহের থেকে নিয়ে। ভাবের ঘরের বিচারকার্য ইস্তফাতে নিলি জজ বসেনি হাইকোটেতে মনের এজলাস খালি। মন মজেছে ইতরপনায় জীবের স্বভাব পেয়ে। শেষ বিচারের মানে কি ভাই নিবি কারে সাথে কোথায় রে তোর নথিপত্র নিবি যে কোন হাতে। জীবের খোলস ছাড়রে মুমিন আপন বিচার দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।