আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষাতে সারাবেলা...

সত্য, সত্য এবং সত্য...

আচ্ছা, অপেক্ষার ক্ষণ এতো লম্বা হয় কেনো? জানেন আপনি? না, তাই না! আজই মাত্র রেজিষ্ট্রেশন করেছি। আজই মন আমার পাগল হয়ে আছে প্রথম পৃষ্ঠায় লেখা দেখার আশায়। অথচ খুব ভালো করেই জানি- আজ হবেনা। কিছুতেই হবেনা। তবুও অপেক্ষাতে মন... আমার পছন্দের অনেক অনেক গান ও কবিতা আমি এই ব্লগে তুলে রাখবো। একত্র করে রাখবো। এবং লিখে রাখবো এমন কিছু কথা- যা আমি কোনোদিন কাউকে বলিনি। যা কোনোদিন কাউকে বলবোও না। ব্লগটা হবে একান্ত আমার এবং আমার সাথে আরো এমন কিছু মানুষের যারা একজন মানুষের হৃদয়ের খুব গভীরের কথা শুনতে ও জানতে ভালোবাসে... আমার এই ব্লগটা একদিন হবে- বেশী পঠিত ব্লগগুলোর একটি... এসব যখন ভাবছি, অপেক্ষাটাকে খুব তুচ্ছ মনে হচ্ছে! আসলে যার সামনে এতো কিছু পাওয়ার সম্ভাবনা আছে, তার কাছে মাত্র সাতটা দিন অপেক্ষা তো কিছুই না। তাই না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।