আমাদের কথা খুঁজে নিন

   

সুরের অপেক্ষাতে-১

ওস্তাদী ধুনে তুলি সাঁইজীর গান

ছুঁয়ে বলো, আমায় ছুঁয়ে বলতে পার কি যে কখন নামবে অঝোর ধারা আমরা যাব ভিজে। তুমি বলতে পার কি যে যখন সন্ধ্যা হতে অনেক বাকি মেঘের ফাঁকে সূর্য্য আঁখি খুলবে সবুজ বুকে যখন তোমার জন্যে আমার কাব্য দিবা-রাত্রির মাঝেই রাখবো রাখবো গোপন সুখে তুমি বুঝবে তখন, বলতে পারবে নিজে।। সেইসব আলোর কথা রাখবো পেড়ে জলের মাঝে খুঁজবো কি রে ছোট্ট বেলার নুড়ি সেইসব আত্মভোলা মনের ভেতর যেই ভাবে না জাগলো অন্তর ভালবেসে পড়ি তুমি বুঝবে তখন, বাসবে ভাল নিজে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।