তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো... অপেক্ষাতে তোমার জন্য রোদ ফুরিয়ে যায়, অপেক্ষাতে ক্লান্ত দুপুর রোজ হারিয়ে যায়। ফাগুন বিকেল জানলা ছেড়ে পাখনা মেলে দূরে, অপেক্ষাটা যায় থেকে যায় মড়চে পড়া পাঁজরে... অপেক্ষাতে তোমার জন্য বৃষ্টি কতো ঝরে, যায় উড়ে যে ভাবনা হাজার ধূসর মেঘের ভীড়ে। তুমি তবু ডাক শুনোনা করোনা তো মনে, ব্যথার দহন বেড়েই চলে হৃদয় গহীনে.. নিজের ব্লগেও রইলো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।