আমি কখোন অন্যায় করিনা কিন্তু সব-সময় "ভূল" করি।
আমি কখনো পুর্ণিমার চাঁদ দেখিনা,
তোমাকে দেখবো বলে।
আমি কখনো পাখির ডাক শুনিনা,
তোমার মিষ্টি কন্ঠ শুনবো ভেবে।
আমি কখনো ফুল ছুয়ে দেখিনা,
তোমাকে স্পর্শ করার আশাতে।
আমি কাউকে কখনো ভালোবাসিনা,
সবটুকু ভালোবাসা তোমাকে দেয়ার জন্যে।
আমি কখনো পাহাড় দেখিনা,
তোমার উদারতা অনুভব করার অপেক্ষাতে।
আমি বাতাসের নির্মলাতা কখনো উপভোগ করি না,
তোমার নিশ্বাস-প্রশ্বাসের সুবিন্যাস্ত ধারা অনুভব করার স্বপ্নে বিভোর থেকে।
আমি শ্রাষ্টার কাছে কিছু চাই না,
তোমাকে চাওয়ার আশা ব্যাক্ত করে।
জীবনের অন্তিম পরন্ত সময়েও আত্বসমর্পন করিনা ডাক্তারের কাছে,
তোমার সংস্পর্শে থেকে সেই তীব্র কষ্টদায়ক ভয়ঙ্কর মূহুর্তে স্বর্গের সুখ পাওয়ার আশাতে..
"এতটাই ভালোবাসবো তোমাকে,
কি করে উপেক্ষা করবে আমাকে??"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।