জয় বাংলা ..... ম্যাঠেমগন আসছে রাজপথ কাপছে (সম্ভবত অতিরিক্ত ওজন সহ্য না করতে পেরে) ঠিক সেই সময় এক নাস্তিক মুরতাদ ড্রাইভার রাজপথের কাপুনি আচ করতে না পেরে, গাড়ি নিয়ে সেই রাস্তায় ঢুকে, ম্যাঠেমদের কাপনানুভতিতে আঘাত করে বসল। ফলশ্রুতিতে অনুভতি রক্ষার মহান সৈনিক, আমাদের আস্তিক ম্যাঠেমগন কি বসে থাকতে পারেন ? না পারেন না, তাই সেই মহান, আপসহীন, দেশপ্রেমিক এবং অবশ্যই আস্তিক ম্যাঠেমগন হাতে ইট তুলে নিলেন। আর ইট হাতে থাকা ম্যাঠেমের রুদ্রমুর্তি দেইখা, সেই নাস্তিক মুরতাদ ড্রাইভার মূহুর্তেই ফর্মূলা ওয়ানের নাম্বার ওয়ান ড্রাইভার হয়ে উঠল (আমি নিশ্চিত এই ড্রাইভারের পেছনে, ইটা হাতে এরকম একজন আস্তিক ম্যাঠেম যদি দাড়িয়ে থাকে, তাহলে সে গরুর গাড়ী নিয়েও ফর্মূলা ওযান প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করতারব ) ঘটনা এখানে শেষ হলেই ভাল হত, কিন্তু না আরেক মুরতাদ নাস্তিক ড্রাইবার, তার অটোরিকশার স্পিড টেস্ট করার জন্য, ম্যাঠেমদের কাপানুভতিতে আঘাত করে সে ফর্মূলা ওয়ান রেসিংয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে কি না, তা পরখ করার চেষ্টা করল। কিন্তু বিধি বাম, দুই ম্যাঠেমের নিক্ষিপ্ত ইট এবার লক্ষ ছেদ করল, স্পিড টেস্ট করতে আসা গাড়ির গ্লাস ভাংল এবং নারী দ্বারা পুরুষ নির্যাতনের দৃষ্ঠান্ত হিসেবে গাড়ীতে থাকা পাঞ্জাবী পড়া ভদ্রলোকের গায়ে আঘাত করল। (আমি নিশ্চিত এই যাত্রী আর ড্রাইবার এক সপ্তাহের মধ্যে ভুলেও এই রাস্তায় ঢুকবনা)। এদিকে নারী দ্বারা পুরুষ নির্যাতনের ঘঠনার প্রতিবাদে, লংমার্চের মত মহা ক্যাচাল সৃষ্ঠি হওযার ভয়ে, ম্যাঠেমরা যখন পালাতে উদ্যত হলেন, ঠিক তখনই দৃশ্যপটে এইট পাশ এক কচি বাচ্চা ব্লগারের আভির্বাব। সে ইটের আঘাতে হাসপাতালে যাওয়ার সম্ভাবনাকে তোযাক্কা না করে বলিয়া উঠিল, ওহে মহান ম্যাঠেমগন একটু দাড়ান, আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকখান প্রশ্ন ছিল !! পিছন থেকে কচ্ছি বাচ্চার আকুতি শুনিয়া ম্যাঠেমগন থমকে দাড়ালেন এবং কচি বাচ্চাকে তাড়াতাড়ি প্রশ্ন করতে বলিলেন, তখন সেই কচি বাচ্চা প্রশ্ন করা শুরু করিল- হে মহান ম্যাডেমগন, আজকে আপনারা যাত্রীসহ যেসব চলন্ত গাড়িতে ইট নিক্ষেপ করলেন, সেসব গাড়িতে যদি আপনার সন্তান, বাবা অথবা আপনার কোন আত্নীয় থাকত তাহলে, আপনি কি ইট নিক্ষেপ করতেন ? হে আপসহীন ম্যাঠেমগন, আজ যদি এসব গাড়িতে ভুলক্রমে থাকা আপনার সন্তান, বাবা অথবা আপনার কোন আত্নীয় আহত হতেন, তাহলে আপনার কেমন লাগত ? হে অনুভুতির সৈনিক দেশপ্রেমিক আস্তিক ম্যাঠেমগন, আপনারা আমার মায়ের বয়সী, আমি বিশ্বাস করি আপনাদের ঘরেও সন্তান আছে, কাল যদি আপনাদের অনুষরন করা অন্য কোন আস্তিক ম্যাঠেমের ইটের আঘাতে আপনার সন্তানের মাথা ক্ষত বিক্ষত হয়, আপনার সন্তান মারত্নক যখম হয় অথবা কোন পিকেটারের আঘাতে মৃত্যুবরন করে, তখন আপনার কেমন লাগবে ? হে সম্মানিত মাতাগন, আপনি অথবা আপনাকে অনুষরন করা কারও (পুরুষ অথবা মহিলা) আঘাতে যদি আমি রক্তাক্ত হই, যদি আমার মাথা ক্ষতবিক্ষত হয় অথবা কোন পিকেটারের্ আঘাতে যদি আমি আহত হই, তখন আমার মায়ের অবস্থা কেমন হতে পারে, তা কি ধারনা করতে পারেন ? হে মায়ের জাতি গন, আমরা আপনাদের ইট হাতে ভয়ংকর ম্যাঠেম রুপে নয়, মমতাময়ী মায়ের রুপে দেখতে চাই, আশা করি ভবিষ্যতে এরকম ঘঠনার পুনরাবৃত্তি ঘঠিয়ে, মাতৃত্বকে অপমানিত করবেন না অথবা মমতাময়ী নারী শব্দটাকে প্রশ্নবিদ্ধ করবেন না। উৎসর্গ- স্বর্ণাপা (মমতাময়ী বড় আপা ), তিনি আমাকে ছবি কথা কয় পর্ব বন্ধ না করতে উপদেশ দিয়েছিলেন। উল্লেখ্য - এই পোস্টের কোন কথায় যদি কারও মনে সামান্য কষ্ঠ লেগে থাকে তাহলে আমি আন্তরীকভাবে দুংখিত, আপনাদের কাছে কোন কথা আপত্তিকর মনে হলে, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন, শুধরে নেয়ার চেষ্ঠা করব। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করল হেফাজত সমর্থকরা (ছবি কথা কয় পর্ব ১) প্রত্যেক ব্লগারকে হত্যা করতে চায় হেফাজত সমর্থকরা !!! (ছবি কথা কয় পর্ব ২) হেফাজতের লগে জামাতের কোন স্বম্পর্ক নাই, কোন হালায় কয় ? (ছবি কথা কয় পর্ব ৩) হেফাজতিরা মুনাফেক এবং ধর্ম অবমাননাকারী, নাস্তিকদের সাথে তাদেরও বিচার চাই (ছবি কথা কয় পর্ব ৪) চরম নারীবিদ্ধেষী হেফাজত সমর্থকের প্রাণ রক্ষা করল, এক নাস্তিক নারী (ছবি কথা কয় পর্ব ৫)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।