ব্লগে অনিয়মিত। খবরে প্রকাশ, শতভাগ মুসলমানের দেশ হয়েও মালদ্বীপের জনগনের কেউই কোরবানীর ঈদে পশু কোরবানী দেন নাই। এই খবরে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি, বাংলাদেশে ইসলামের অন্যতম ঠিকাদার আমীনি ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি মালদ্বীপের সব জনগনকে মুরতাদ ঘোষনা করেন। তার দাবী কোরবানী না করার ফলে তাদের ঈমান আর অক্ষত রইলো না, তারা ইতিমধ্যে কাফের হয়ে গেছেন। তিনি এইসব কাফেরদের শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানান। খবরের সর্বশেষ, মালদ্বীপের ভিসার জন্য আবেদন করেছেন আমীনি, তার মতে বাংলাদেশ থেকে মালদ্বীপে মুরতাদের সংখ্যা অনেক বেশী হওয়ায়, সেখানকার জনগনকে ইসলামের পথে নিয়ে আসার সুযোগ বেশী, এই সময় তার পাশে ঘুরঘুর করতে থাকা এক গোয়েন্দা সমালোচক বললেন আসলে সেখানে স্বচ্ছ পানি ঘোলা করে মাছ ধরার সম্ভাবনা অনেক অনেক বেশী তাই তিনি এই সিদ্বান্ত নেন। খবরের উৎস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।