* আমি খুজে বেড়াই নিজেকে *
Sat, Jul 31st, 2010 3:31 pm BdST
ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হলে নিষিদ্ধকারীদের আগামীতে 'মুরতাদ' ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, "দেশে ইসলামী রাজনীতি করার অধিকার ও ফতোয়া দেওয়ার অধিকার সুপ্রিম কোর্ট ও সংসদের মাধ্যমে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
"অতীতে ফতোয়া দেওয়ার অধিকার নিষিদ্ধ করার রায় প্রদানকারী দুই বিচারককে আমরা মুরতাদ ঘোষণা করেছিলাম। ওই ফতোয়া এখনো বহাল আছে। ভবিষ্যতে এরকম উদ্যোগ যারাই নেবেন, তাদেরকেও মুরতাদ ঘোষণা করা হবে।
"
জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে 'হাফেজী হুজুরের রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক ওই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের মহাসচিব আবদুল লতিফ নেজামী।
ফজলুল হক আমিনী বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "যারা আল্লাহ'র আইন মানে না- তারা কাফের বা বিধর্মী। আওয়ামী লীগ আল্লাহ'র আইনের বিরোধিতা করছে। দেশ পরিচালনায় তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
"
ইসলামী রাজনীতি সম্পর্কে তিনি বলেন, "ইসলামকে নিষিদ্ধ করার উদ্যোগ এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোনোভাবেই মেনে নেবে না।
"আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই- যদি দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়, ঈমান ও কোরআন নিয়ে টানাটানি করা হয়- আমাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে আওয়ামী লীগের। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে আনছে। "
মুফতি আমিনীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সিনিয়র সহ সভাপতি মাওলানা মো. আবদুর রকীব, সহ সভাপতি জহিরুল হক ভূঁইয়া বক্তব্য রাখেন।
আমীনিরে কি করা যায় বলেন দেখি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।