নাম সিসিলিয়ান কিন্তু খাটি বাংলাদেশী। মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার একটি "হিট লিস্টে" এক নাম্বারে ছিল ফকা আর দুই নাম্বারে তার বেটা সাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী এস এম মাহবুব-উল-আলম ২৮ শে আগষ্ট ট্রাইব্যুনালে দেওয়া জবান বন্দিতে বলেন " মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান (প্রয়াত রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধে জেড বাহিনীর প্রধান) তাঁদের একটি ‘হিটলিস্ট’ দেন। তাতে ২২ জনের নাম ছিল, প্রথমে ছিল ফজলুল কাদের চৌধুরী ও দ্বিতীয়তে সাকা চৌধুরীর নাম"।
এ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী মত (সাজেশন) দেন, সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বিএনপির মধ্যে গন্ডগোল তৈরির জন্য সাক্ষী মেজর জিয়ার নাম বলেছেন।
সাক্ষী বলেন, এটা সত্য নয়। (সুত্রঃ আজকের প্রথম আলো )।
যেহেতু সাক্ষী বিচারকদের সামনে এইটা বলেছেন আপাতত দৃষ্টিতে এটা সত্য বলেই ধরে নেওয়া হবে। তবে লিখাটা দেখে আমি হাসছি এই ভেবে স্বাধীনতা বিরোধী কর্মকান্ডের জন্য ৭১ এর অন্যতম যোদ্ধা জিয়াউর রহমান যার নাম হিট লিস্টে তুলেছিলেন সেই ব্যক্তি আজ তার দলের স্থায়ী কমিটির সদস্য। যদিও ৭৫ পরবর্তী ঘটনায় জিয়াউর রহমানের পক্ষে বিপক্ষে বহুত আলোচনা সমালোচনা আছে তবে ৭১ সালে তিনি যে এই দেশের জন্য একজন খাটি দেশপ্রেমিক হিসেবে যুদ্ধ করেছেন তাতে কারো দ্বিমত থাকার কথা নাহ।
আর একজন কমান্ডার হিসেবে তার পক্ষে এই হিট লিস্ট তৈরি করা খুব স্বাভাবিক আর তার চেয়েও বেশি স্বাভাবিক সে লিস্টে সাকার নাম থাকা।
পরিশেষে সেই একই কথা বি এন পির সামনে এখনো সুযোগ আছে এই সকল রাজাকারের বাচ্চাদের লাত্থি মেরে ছুড়ে ফেলার। কাজটা করতে পারলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান তারা আরো সুদৃঢ় করতে পারবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।