আমাদের কথা খুঁজে নিন

   

জিয়ার খুনি পাঞ্চোলি?

বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যু ঘটণার রহস্যের জাল ঘনিভূত হচ্ছে। জিয়ার বন্ধু সুরজ পাঞ্চোলিই তাকে হত্যা করেছে বলে দাবি করেছেন জিয়ার মা রাবিয়া আমিন। ইতোমধ্যে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। জিয়ার মায়ের দাবি, আত্মহত্যা নয়, জিয়াকে খুন করা হয়েছে৷

এদিকে অভিযোগ উঠেছে, সুরজকে বাঁচাতে প্রভাবশালী পাঞ্চোলি পরিবারের কথামতো চলছে পুলিশ৷ তাদের চাপে তদন্তকারীরা একটি খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করছেন৷

দাবির স্বপক্ষে যুক্তি হিসেবে স্বতন্ত্রভাবে করা একটি ফরেন্সিক রিপোর্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করেছেন জিয়ার মা৷ তার দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে যে লক্ষণ দেখতে পাওয়া যায়, জিয়ার ক্ষেত্রে তা মেলেনি৷ মুখে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগেই বাড়িতে ঢোকেন জিয়া৷ সেই সময় একটি ট্র্যাকশ্যুট পরা ছিলেন। কিন্তু, দেহ উদ্ধারের সময় দেখা গিয়েছে, নাইট গাউন পরা। রাবিয়ার প্রশ্ন- মৃত্যুর আগে কেউ কি আরামের জন্য পোশাক পরিবর্তন করে? এছাড়া যে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় জিয়ার দেহ উদ্ধার করা হয়েছিল তা তার পক্ষে ছোঁয়া সম্ভব নয়৷ বাড়িতে টুল জাতীয় কোন উঁচু জিনিসও ছিল না৷ তাহলে কী করে ফ্যানের নাগাল পেল জিয়া? গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে জিয়ার পরিবার৷ সূত্র: টাইমস অব ইণ্ডিয়া ও ওয়েবসাইট। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.