যে মানুষ তার চিন্তার ধাঁরা যতটা গভীরে নামাতে পারবে তার আবেগ ততোটাই কমে যাবে.. আর তখনি বাস্তবতা কি, তা তার কাছে স্পষ্ট হয়ে উঠবে.. যদি আপনি তাকে মিষ্টি করে কথা বলেন সুন্দর করে বোঝান, সে বলবে আপনি তার সাথে অভিনয় করতেছেন ভালো সাজতেছেন.. কিন্তু.. যদি তা না করেন তাহলে আপনি রুড অভদ্র কর্কশ আপনাকে ছোট বেলা মধু খাওয়ায় নাই.. আপনি যদি সেই টাইপের স্টাইল মেরে পুরা পার্টে তার সামনে যান, সে অন্য দিক তাকিয়ে ঠোঁট বাকানি দিয়ে ফিস ফিস করে অথবা মনে মনে বলবে.. আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন.. কিন্তু.. যদি আপনি স্টাইল পার্ট না মারেন, সে বলবে..ভালো কিছু আপনার মধ্যেই নাই,আপনি খ্যাঁত মার্কা.. যদি আপনি তার বিপক্ষে একটু কথা বলেন অথবা তর্ক করেন কিংবা ন্যায্য কথাটাই যদি একটু জোরে শব্দ করে বলেন, সে বলবে আপনি তাকে বুঝেনই না,কান্না কাটি করে বুক ভাষায় ফেলবে দুই মিনিট লাগবেনা তার হৃদয় বিদারক পরিবেশ তৈরি করতে.. কিন্তু.. যদি চুপ থাকেন তাহলে তোঁ আরো অশান্তি.. সে বলবে আপনি তাকে অবহেলা করেন একফোঁটা কেয়ার করেননা..এইটানা সেইটানা.. অই কথা বলিসনা ক্যান-কথা বল..অই চুপ করে আসিস ক্যান,ভাল্লাগেনা আমাকে.. কাকে ভাল্লাগে বল তার কাছে দিয়ে আসি.. মাথা খারাপ করে ফেলবে কথা বলিয়েই ছাড়বে যেন সে কাইন্দা জিততে পারে.. আপনি যদি তার প্রশংসা করেন, সে বলবে আপনি তাকে মিথ্যা বলে খুশি করতে চাইছেন.. কিন্তু.. যদি না করেন..তাহলে এখনো আপনি কিছুই জানেননা..আপনি একটা বাচ্চা কিডো হাঁদারাম গাধারাম.. সে যা পছন্দ করে আপনিও যদি তার সাথে সাথে সব কিছুতে একমত হন, তাহলে আপনার পছন্দ অপছন্দ রুচিবোধ বলতে কিচ্ছুনাই আপনি পুরাই বোরিং.. কিন্তু.. যদি তার পছন্দ অপছন্দের ব্যাপারে কথা বলেন.. সে বলবে এত বাধা নিষেধ আগে জানলে প্রেমই কত্তাম্না,ক্যান যে প্রেম করতে গেছিলাম,জ্বালাইয়া জীবনডা ভাজা ভাজা কইরা ফালাইতাসে.. আপনি যদি জেলাস হন, সে বলবে..দেখো এগুলা কিন্তু খুব খারাপ এমনটা মোটেও ঠিকনা.. কিন্তু.. যদি না হন..বলবে আপনি পাগল,তার জন্য আপনার ভালোবাসা কম.. আপনি যদি কাছে টেনে একটু ভালোবাসতে চান, সে বলবে আপনি অনেক পচা, মেয়েদের মান্য করতে জানেননা.. কিন্তু.. যদি না ভালোবাসেন..তাহলে আপনি তাকে পছন্দ করেননা ভালো কিভাবে বাসতে হয় সেটাও জানেননা.. ফর বয়েস» থাক দুঃখ কইরেননা তারপরেও ভালোবেসে যান..মেয়েরা এমনি,একটু আহ্লাদী আর কি.. ফর গার্লস» মেয়েরা আহ্লাদী হবেনা তোঁ ছেলেরা হবে নাকি..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।