ছেলেদের বয়স ও তার উপযুগী টাইতেল নিচে দেওয়া হল।
১ থেকে ৫ ঃ এই বয়স টাকে বলে নুনু কাল। এই সময়ে দাদা নানা রা আদর করতে যাইয়া নুনু কে বেশি মূল্যায়ন করে। তাই এই বয়সটাকে বলে নুনু কাল।
৬ থেকে ১০ ঃ বেশিইর ভাগ ছেলেদের মুসলমানী হয় এই বয়সে।
। তাই এই বয়সটাকে বলে সুন্নতে খাত্না কাল।
১১ থেকে ১৫ ঃজোয়ার ভাটা। এই সময়টা তে দেহ মনে জোয়ার আসে। সমুদ্রে আসে ঢেউ।
তাই এই বয়সটাকে বলে জোয়ার ভাটা।
১৬ থেকে ২০ ঃ পাপপু। বয়স বাড়তে শুরু হলে শরীর এ আসে নাদুস নুদুস ভাব। সবাই খালি গালে ধইরা টানে।
২১ থেকে ২৫ ঃ পিপাসু।
এইটা একটা খারাপ সময়। মাইয়া মানুষ দেখলে খালি ডঊক গিলে।
২৬ থেকে ৩০ ঃশিকারী। এখন আর দুক গিলে না। নাম দেইখা বুইজা লন।
৩১ থেকে ৪৯ ঃ নরম গরম । বিবাহিত জিবন।
৫০ থেকে ৬০ ঃ কামচুর।
৬১ থেকে ৮০ ঃজিন্দা লাশ। এই বয়সে কষ্টের শেষ নাই।
ঔষধ খাইতে খাইতে জানে পানি থাকেনা।
ফান পোষ্ট......। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।