আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেদের টয়লেটে মেয়েরা !

শিক্ষানবিশ বলছি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ছেলেদের টয়লেটে ঢুকেছিল এক চীনা যুবক। ঢুকেই চমক। তড়িঘড়ি করে যখন অতি প্রয়োজনীয় কাজটা করতে যাবে, তখনই চক্ষু ছানাবড়া। একি! ছেলেদের জন্য করা টয়লেটে মেয়েরা? পরে জানা গেল, আসলে এটাই প্রতিবাদ। অভিনব এই 'অকুপাই' প্রতিবাদ।

এই আন্দোলনের পুরো নাম 'অকুপাই মেনস টয়লেট'। মানে ছেলেদের টয়লেট দখল ও ব্যবহার কর। পুরুষ শৌচাগার ব্যবহার করে চীনের মেয়েরা এভাবে বুঝিয়ে দিল, রাস্তাঘাটে লেডিস টয়লেট তাদের কতটা দরকার। খবর ইউকেবিডি নিউজ । ঢাকার জনবহুল রাস্তায় মাঝে মাঝে দেখা যায় ছেলরা চক্ষুলজ্জার মাথা খেয়ে দেয়ালের দিকে তাকানোর ভান করে প্যান্টের চেইন খুলে মেশিনটা ছেড়ে দিয়ে রাস্তা -ঘাট ভাসিয়ে দেন।

আর সেসব জায়গা দিয়ে পরে হাটার সময় বিকট গন্ধ সহ্য করতে হয় । কিন্তু মেয়েরাতো আর সে কাজটা ওভাবে রাস্তায় করতে পারেন না । তাই তাদের এই আন্দোলন খুব একটা অযৌক্তিক না। আমাদের দেশে রাস্তা-ঘাটে চলতে মেয়েদের যে অসুবিধা হয় তা যেন সরকার খুব শিঘ্রই উপলব্দি করে এবং বিভিন্ন বাস , রেল , লঞ্চ স্টেশনে মেয়েদের জন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করে এমন প্রত্যাশা আমরা করতেই পারি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.