অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাড়িয়ে আছি ... দু চোখ ভরা স্বপ্ন ছিলো স্বপ্ন নিয়েই বাঁচি অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাড়িয়ে আছি । হাজার ব্যর্থ পরিকল্পনায় নিয়তির বঁাকা হাসি অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাড়িয়ে আছি । চাওয়া পাওয়ার হিসাব মিলেনা শুধুই কঁানামাছি অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাড়িয়ে আছি । আলো আজ ঠেলে দেয় দুরে অন্ধকারেই বাঁচি অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাড়িয়ে আছি । ভাবছি বসে কিযে চাই কিযে ভালোবাসি অনেক চলার শেষে দেখলাম শুূরু থেকে সেখনেই দাড়িয়ে আছি । কৃৃতঃঙ্গতাঃ নচিকেতা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।