আমাদের কথা খুঁজে নিন

   

অনার্স পড়ুয়া ভাই বোনদের জন্য আমার জরুরি পরামর্শ।

সবার ভালোবাসায় ঢাকায় আজকের এই আমি আমি নিজে মাস্টার্স শেষ করছি আজ প্রায় ৫ বছর হতে চলছে। পাশ করার ২ বছর পর এক কলিগের মাধ্যমে GRE সম্পর্কে জানতে পারি, শুরু হল আমার GRE সাধনা। এর দুই বছর পর GRE এক্সাম দিই, যদিও প্রস্তুতি নিয়েছিলাম পুরাতন নিয়মে কিন্তু এক্সাম দিলাম নতুন নিয়মে মোটামুটি ভালই স্কোর তুলেছিলাম। এখন বাহিরের ইউনিভার্সিটিতে ট্রাই করতেছি আশা করতেছি এই বছরের মধ্যে হয়তো কোন একটা ভার্সিটিতে হয়ে যাবে। এখন আফসোস হয় যদি ইউনিভার্সিটিতে থাকাকালে জানতে পারতাম GRE সম্পর্কে তাহলে হয়তো এত দিনে PhD সম্পূর্ন হয়ে যেত।

নিজের এই তিক্ত অতীত থেকে যারা এখন অনার্স করতেছেন তাদের জন্য আমার কিছু পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করতেছি। কোন কোচিং সেন্টারে না গিয়ে আপনারা দ্বিতীয় বর্ষ থেকে Barron's ও Nova's Math Bible বই দুইটা কিনে ফেলুন। পাঠ্য বই এর পাশাপাশি এই বই গুলা নিয়মিত পড়ুন। অনার্স ফাইনাল এক্সাম দেওয়ার পর GRE এক্সামটাও দিয়ে দিন। GRE এক্সামটা দেওয়ার ৩ থেকে ৪ মাস পর TOEFL অথবা IELTS এক্সামটাও দিয়ে দিন।

পরীক্ষা দেওয়ার পর ইউ এস এ তে ট্রাই করুন। আপনার যোগ্যতা অনুযায়ী ৩ থেকে ৪ টা ইউনিভার্সিটি তে Apply করলে আশা করি অন্তত একটা ভার্সিটিতে আপনার হয়ে যাবে। কেউ যদি মনে করেন এই এক্সাম গুলো নিয়ে ডিটেইলস জানার দরকার তাহলে কমেন্টসে লিখুন আমি চেষ্ট্রা করব উত্তর দিতে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.