স্বাধীনতা কোনো পরম প্রাপ্তি নয়, পরম প্রাপ্তির একটা ধাপ মাত্র। - ব্লগার দু-পেয়ে গাধা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি অনলাইনে সাধারনদের ফরম পূরণ করা যাইতেছে... কিন্তু সাধারনদের ছাড়া অন্য সব গুলোর ফরম পূরণ করা যাইতেছে না.. বিসনেস্ মেনেজমেন্ট বা ভোকেশনাল থেকে যারা পাশ করেছে তাদের ফরম পূরন করার সময় বলে নিবন্ধন করতে হবে। এবং যথারীতি নিয়ম অনুসারে নিবন্ধন করা হলেও কোন লাভ হচ্ছে না । নিবন্ধন করার পর এসএসসি ও এইচএসসি রোল পরিবর্তন হয় তারপর যখন ফরম পূরন করা হচ্ছে পরিবর্তিত রোল দিয়ে; লেখা আসে আবার নিবন্ধন করেন।(উল্লেখ্য - আবেদন করার সময় বোর্ড আদার্স দেওয়া হয়েছিল) ২১/১১/১২ ইং তারিখে অনেক কষ্টে অনেকবার চেষ্টা করার পর ০১৫৫০৪০২৩০২ নম্বরে ফোন করে সালাম দিলাম... সালামের উত্তর তো দিলই না বরং এমন রুক্ষভাবে কথা বললো মনে সে পড়াশুনা তারা করে নাই; অনেকটা বস্তির ভাষা... যা হোক.. ফোনে বললাম ভাইয়া এই এই সমস্যা... রবিউল নামে একটা ছেলে নিবন্ধন করেছি কিন্তু ফরম পূরণ করা যাইতেছে না... সে রোল বোর্ড শুনে নিয়ে বলল ২৪ ঘন্টা পর চেষ্টা করেন.... কিসের ২৪ ঘন্টা ভাই ২৪,৪৮,৭২,৯৬ ঘন্টা চেষ্টা করেও ফরম পূরণ করা যাচ্ছে না... তার মধ্যে তারা এখন নোটিশ বোর্ডে দিছে ২৫ তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না... অথচ ফোন দিয়ে তাদেরকে পাচ্ছি না.... আবেদনের পৃষ্ঠায় তারা যে মোবাইল নম্বর দিয়েছে ০১৫৫০৪০২৩০০-০৬ পর্যন্ত ফোন দিলেও কেউ মোবাইল ফোন ধরে না... সব চেয়ে বড় কথা মোবাইল ফোন বন্ধ থাকে বেশিরভাগ সময়... তাহলে সে ফোন করে সাহায্যটা নেবো কার কাছ থেকে!!! আবেদনের পৃষ্ঠায় তারা যে মোবাইল নম্বর দিয়েছে ০১৫৫০৪০২৩০০-০৬ পর্যন্ত ফোন দিলেও কেউ মোবাইল ফোন ধরে না... সব চেয়ে বড় কথা মোবাইল ফোন বন্ধ থাকে বেশিরভাগ সময়... তাহলে সে ফোন করে সাহায্যটা নেবো কার কাছ থেকে!!! এখন বলুন এই বাইনচোদ কি বলা যায় !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।