সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রেগুলেশন-২০১০ নামে নতুন রেগুলেশন পাশ ও প্রকাশ করেছে। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাধীন তাদের কোনো ব্যবস্থা না করেই নতুনদের নিয়ে এহেন চিন্তা-ভাবনা আসলে কতটুকু যুক্তিযুক্ত তা জানতে ইচ্ছা করছে। আমার সাথে যারা এইচএসসি পাশ করেছে ঢা.বি অথবা অন্যান্য প্রাইভেট বিশ্ব: গুলোতে পড়ছে তাদের অনার্স শেষ হওয়ার পথে অথচ আমাকে এখনো আরো কতদিন অপেক্ষা করতে হবে তা হয়ত খোদ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-ই জানেন না। এতে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন বর্ষের পুরাতন ছাত্রদের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আমরা কবে পাশ করব, তারপর চাকরি, তারপর সংসার? তাতে মনে হয় জীবনের বেশিরভাগ সময়ই চলে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। যদিও নতুনদের জন্য এটা বেশ ভালো। কিন্তু তারপরও আগে পুরাতনদের কথাটাও ভাবা উচিত ছিল। সূত্র: http://www.nu.edu.bd/notice
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।