আমাদের কথা খুঁজে নিন

   

শকুন রক্ষায় মানববন্ধন

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যাতিক্রমধর্মী এক মানব বন্ধন হয়ে গেল। বাজার থেকে ডাইক্লোফেনাক ঔষধ বিলুপ্ত্রি দাবীতে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। বিশ্ব শকুন দিবস উপলক্ষ্যে মানববন্ধনটি আয়োজন করে ক্যাম্পাসের প্রাণী অধিকার সংরক্ষন বিষয়ক সংগঠন প্রাধিকার। প্রাধিকার সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার নিষিদ্ধ করার পরও ডাইক্লোফেনাক ঔষধটি গরু ও অন্যান্য প্রানীর এন্টিবায়োটিক কিংবা ব্যাথানাশক হিসেবে বাজারে অবাধে বিক্রি করা হচ্ছে। এ ্ওষুধের ক্রিয়া বহুদিন প্রানির শরীরে থাকে এবং এ অবস্থায় প্রানিটি মারা গেলে এ মৃতদেহ শকুন খেলে তারও কিডনী আক্রান্ত হয়।

ডাইক্লোফেনাকের প্রভাবে একসময় শকুনের কিডনীতে পানি জমে যায় এবং মারা যায়। প্রাধিকারের সভাপতি রাহুল দাশ তালুকদার বলেন- “এ ঔষধটি পুরো ভারতীয় উপমহাদেশে নিষিদ্ধ। কিন্তু এক শ্রেনীর অসাধু ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাধারন ভোক্তাদের অসচেতনতাকে কাজে লাগিয়ে ভিন্ন নামে এর বাজারজাত করছে। ” খোঁজ নিয়ে জানা যায়, রেনেটা ফার্মাকিউটিক্যালস কোম্পানি “ডাইক্লোভেট” এবং এফএনএফ ফার্মাকিউটিক্যালস কোম্পানি “ডিপেইন” নামে ঔষধটি বাজারজাত করছে। এদিকে প্রাধিকারের সাধারণ সম্পাদক জয়প্রকাশ রায় বলেন- পরিবেশ বান্ধব উপকারী এ প্রানীটি বাংলাদেশে প্রায় বিলুপ্ত।

ময়লা আবর্জনার পাশাপাশি ক্ষতিকর এনথ্রাক্স জীবানু খেয়ে আমাদেও জীবন রক্ষা করে শকুন। শকুন রক্ষায় সবারই এগিয়ে আসা দরকার। ব্যাতিক্রমি এ মানববন্ধনটি বেলা একটার দিকে ভেটেরিনারী ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদেও পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তাদেও মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ডা: মোহাম্মদ আলী জিন্নাহ, ডা: বাসুদেব পাল, ডা: ছদরুল ইসলাম, ডা: অনিমেষ রায়, ডা: রাশেদুন্নবী আকন্দ।

উল্লেখ্য প্রাধিকার বাংলাদেশের প্রাণি অধিকার সংরক্ষন নিয়ে কাজ করে আসছে। বিশ্ব শকুন দিবসে তাদের এ ব্যাতিক্রমি মানববন্ধন আলোচনায় এসেছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।