আমাদের কথা খুঁজে নিন

   

'শকুন তাড়ান'

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

সেই পবিত্র আত্মারা আপনাকে ডাকছে, যাদেরকে হত্যা করা হয়েছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী। তাদের অপরাধ, তারা তাদের মায়ের ভাষাই কথা বলতে চেয়েছিল। তাদের অপরাধ, তারা তাদের মায়ের ভাষায়ই স্বপ্ন দেখতে চেয়েছিল। তাদের অপরাধ, আপনি ও আপনার সন্তানরা যাতে নিজের মায়ের ভাষায়ই কথা বলতে পারেন তা নিশ্চিত করতে চেয়েছিল। সেই পবিত্র আত্মারা আপনাকে ডাকছে, যাদের হত্যা করা হয়েছিল ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের সময়ে।

যাদেরকে হত্যা করা হয়েছিল ১৯৬৬ সালের ছয়দফা'র আন্দোলনের সময়ে। যাদেরকে হত্যা করা হয়েছিল ১৯৬৯ সালের গণঅভ্যূথানের সময়ে। তাদের অপরাধ, তারা রাষ্ট্রক্ষমতাকে মুসলিম লীগের নওয়াবজাদা, সাহেবজাদা আর সামরিকজাদাদের হাত হতে সাধারন মানুষের হাতে তুলে দিতে চেয়েছিল। তাদের অপরাধ, তারা একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছিল। সেই পবিত্র আত্মারা আপনাকে ডাকছে, যাদেরকে হত্যা করা হয়েছিল ১৯৭১ সালে।

যাদেরকে হত্যা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের হলে ঘুমন্ত অবস্থায়। যাদেরকে হত্যা করা হয়েছিল রাজারবাগ পুলিশ লাইনে রাতের আধারে। যাদেরকে হত্যা করা হয়েছিল হাটে, মাঠে, রান্নাঘরে, মন্দিরে, মসজিদে। যাদেরকে হত্যা করা হয়েছিল অবুঝ শিশুকে দুগ্ধপান করানো অবস্থায়। তাদের অপরাধ, তারা নিজের দেশে, নিজের ঘরে, নিজের মতো করে বাচতে চেয়েছিল।

সেই পবিত্র আত্মারা আপনাকে ডাকছে, যাদেরকে হত্যা করা হয়েছিল ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এবং তৎনিকটবর্তী সময়ে। তাদের অপরাধ, তারা ধর্মের আফিমের আবেশে ঘুমন্ত একটি জাতিকে জাগাতে চেয়েছিল। তাদের অপরাধ, তারা একটি সরল জাতিকে বুঝাতে চেয়েছিল, তারা যেভাবে বাচছে এটাকে মানুষের বেচে থাকা বলেনা। মানুষ এর চাইতেও ভালোভাবে বাচার অধিকার রাখে। সেই পবিত্র আত্মারা আপনাকে ডাকছে, যাদেরকে লাঞ্চিত করা হয়েছিল, যাদেরকে বিবস্ত্র করা হয়েছিল, যাদেরকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করা হয়েছিল।

যারা ছিল আমার, আপনার মা, বোন। আজও তাদের দীর্ঘশ্বাস, হাহাকার আমাদের চারপাশে আবর্তিত হয়। সেই পবিত্র আত্মারা, সেই ত্যাগী শহীদেরা, সেই অবুঝ শিশুরা, সেই ছাত্ররা, সেই কৃষকরা, সেই লাঞ্চি মা, বোনেরা আপনার কাছে দাবী জানাচ্ছে তাদের রক্তের ঋণ শোধ করার জন্য, তাদের লাঞ্চনার প্রতিশোধ নেয়ার জন্য। আসুন, ব্যালটের যুদ্ধে এই খুনীদের পরাস্ত করি। তাদের বিচারের সম্মুখীন করি।

আসুন, বাংলার আকাশকে ইতিহাসের এই জঘন্য শকুনদের নাগাল হতে মুক্ত রাখি। আসুন, সেই পবিত্র আত্মাদের রক্তের ঋণ শোধ করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।