আমাদের কথা খুঁজে নিন

   

শকুন দৃষ্টি

খাও দাও মজা করো

রক্তকনিকায় মিশে যে দানা শিরা উপশিরায় তার বহতা অস্তিতে ঘৃন্ন হাহাকার আর চলে উন্মাদ আতনাদ। ঘৃন্য তার জীবনধারা ঘৃন্য অববাহিকায় তার বাস আলোর থেকে একটু দূরে কিংবা, অনেক অনেক দূরে। তোমার ক্লান্তি তার প্রশান্তি তোমার পানে শকুন দৃষ্টি তুমি জানো, একটু জানো হয়তো তুমি সবই জানো। তোমার কাছে আমার চাওয়া নতুন করে পুরনো কথা তুমি জানো, সবই জানো তবু না জানার ভান করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।