void(0) মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সম্ভবত মাথা ঠিক নেই। অন্যথায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে করূন দশা তাতে তার এই মুহূর্তে এই ধরনের উপহাসমূলক কথাবার্তা মাথা খারাপেরই লক্ষন। তিনি মাঝে মাঝে এমন এমন কথা বলে ফেলেন যে পরে হয়তো তিনি মনে মনে বলেন, "থুক্কা, এ আমি কি কলাম"।
আমার নিজের অবস্থা বিবেচনা করি যদি তাহলে দেখি আমি মাত্র ৩৩.০০০ টাকা বেতন পাই। এখনো পর্যন্ত একখন্ড জমি কিনতে পারি নাই, ব্যাংকে কোন টাকা নেই।
৪০০০ কোটি টাকার সামান্য অংশও (৪ লাখ টাকা) যদি আমার হতো তাহলে হয়তো আমার অনেক ইচ্ছাই পূরণ করা যেতো।
বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা গত ৫ বছরে ১ কেজি বা তার অধিক ওজনেরর ইলিশ মাছ খেতে পারি নাই। আমরাও হোটেলে বসলে কম দামের মাছ দিয়ে ভাত খেতে হয়। হাম্বালীগের দুর্নীতির পরিমান এমন হয়েছে যে ৪ হাজার কোটি টাকা তাদের কাছে কিছুই না। মন্ত্রী মহোদয় আর কিছু না পারুক জনগণের ভ্যাট ট্যাক্স বাড়াতে ওস্তাদ।
আমরা সাধারন জনগণ প্রতিনিয়ত যে পরিমান ভ্যাট ও ট্যাক্স দেই তা দিয়েই বাংলাদেশের উন্নয়নের কাজ হয়। কিন্তু একটি টেন্ডারের ৫০% কাজও বাস্তবে হয় না।
মাল ভাই আসলে কি মাল খেয়ে কথা বলেন। অর্থনীতি বুঝিনা, সুশিলও না কিন্তু একাউন্টিং পড়ার সুবাদে কিছু কিছু বুঝি, উনি যে অর্থনীতি বোঝেন না তা কিন্তু আমরা বুঝি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।