চাকুরীর স্বার্থে আমাকে প্রতিদিন ধানমন্ডি থেকে গুলশান-১ এ যেতে হয়। কারণ আমার অফিস গুলশান-১ এ। প্রতিদিন বাসা থেকে গাড়িতে উঠে কলাবাগান পার হয়ে কাওরান বাজার--> নাবিস্ক-->নিকেতন দিয়ে গুলশান-১ এ পৌছানোর সময় পর্যন্ত ভাবতে থাকি যে, ইস্ ঢাকার শহরে দেখার মত কত কিছু রয়েছে। যা হয়তবা অন্য কোথাও নেই। এই কত কিছুর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো পানি।
অবাক হবার কিছুই নেই। আমার এই যাত্রা পথে আমি তিন রং এর পানি দেখতে পাই। কারণ কলাবাগান দিয়ে যাবার সময় ধানমন্ডি লেকে দেখতে পাই পরিষ্কার পানি। পরিপূর্ণ পরিষ্কার না হলেও তা পরিষ্কার হিসাবে ধরে নেওয়া চলে। তারপর আসি কাওরান বাজার এলাকাতে- হোটেল সোনারগাঁও এর পিছনে দিয়ে বয়ে চলেছে একটি ঝিল।
আমাদের পরম সৌভাগ্য যে, আমাদেরকে কখনও টিকিট কেটে এর পানি দেখতে হয়না। কারণ আর কিছুই না, কারণ এই পানির রং "কালো"। আমার মনে হয় পৃথিবীর অন্য কোন দেশে হলে তা টিকিট কেটে দেখতে হতো। যাক সব শেষ করে সামনে এগিয়ে চলি, কারণ আবার গুলশান-১ এ পৌঁছাতে হবে। আমাকে মাঝেমধ্যে বাড্ডা যেতে হয় অফিসের কাজে।
যখন আমি গুলশান-১ ও বাড্ডার মাঝের লিংক রোড দিয়ে হেঁটে যাই তখন আবাক হয়ে লেকের পানির দিকে তাকিয়ে থাকি। কারণ কি যানেন ? কারণ ঐ পানির রং "সবুজ" ।
যার কারণে মাঝে মাঝে ভাবি সরকার যদি এই পানি দেখানোর জন্য টিকিটের ব্যবস্থা করত, তাহলে কত বৈদেশিক মুদ্রাই না আয় হতো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।