আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাপক কষ্টে আছি

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....

এই সপ্তাহটা ভয়াবহ গেল আমার...সেই সকালে ঘুম থেকে উঠি (এখনও সকালে ঘুম থাইকা ওঠার অভ্যাস হয় নাই ) তাড়াতাড়ি কইরা যাই বাস ধরতে..ভয়াভ সব বোরিং ক্লাস শেষ করতে হয়। তারপর একটু বসার সময় পাইনা....।এক ভাইয়া (MME) র আমাকে তদের ফাংশনের জন্য নিয়া গেল..তার জন্য প্র্যাকটিস..তারপর আবার এক পিচ্চিরে পড়াইতে শুরু করলাম এই সপ্তাহে...বাসায় আসি রাত ৮টা সাড়ে ৮টার দিকে..।পড়মু নাকি ঘুমামু নাকি ব্লগে বসমু???? সব বাদ দিয়া খাইয়া দাইয়া ঘুমাইয়া পড়ি... আজকে একটু শান্তি পাইলাম... আমার এত সাধের বইমেলা যার জন্য ৫-৬ মাস ধরে ওয়েট করতেছি এত কাছে থেকেও এখনোও যাওয়ার সময় করে উঠতে পারলাম না.শখ ছিল ৫০টাকার টিকেট টা কিনা ফালামু....daily যামু একবার কইরা...কি্য়ের কি দেখি কালকে যামু একবার.. দোয়া কইরেন ভাইসব..এই সপ্তাহ যেন ভাল যায়... (তবে আমি তো ভাল যাবার কোন চান্স দেখি না... ২ টা ক্লাস টেস্ট হইব )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.