আমি এবং আমার আগামী দিন গুলো যেন সুন্দর সত্য ও সুশৃখল হই এই মর্মে আমি আমার স্বার্বিক ভাবে নিজেকে সঠিক পথে পরিচালনা করিতে পারি তার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিচিৎ করতে চাই। আর কখনো যেন সহজ সরল মানুষ গুলো ভুল পথে নিজেকে না জড়ায় আমার নিজের জীবন দিয়ে আমি যাহা আবিস্কার করেছি তাহা যহতো কাউকে বুঝাতে পারবোনা।
আমার অতীত আমি ছিলাম এক জন ভবঘুরে বিলাসী মনের মানুষ বন্ধু সহপাটি দের সাথে তাল মিলিয়ে নিজেকে হারিয়ে ছিলাম অস্বাভাবিক জীবনে যার প্রায়চিত্ব করতে আমাকে কাটাতে হয়েছে অনেকটা বছর। বাবা মার এক মাত্র সন্তান আমি আমাকে কেউ কখনো কিছু বলতো না সেই স্বাধিনতার কারনে আমি নিজের ক্ষতি নিজেই করেছি বুঝতে পারিনাই তখন।
বন্ধু বান্ধব আর অলস সময় গুলো কেটেছে মরন নেশাই যাহা কখনো বুঝতে পারিনাই যখন বুঝলাম তখন আমি নিজেকে জানতে পারলাম একজন এটাকটেড সবাই আমাকে এরিয়ে চলে বুঝতে পারিনা কেন।
এই আমি এক সময় সবার আদরের পাত্র ছিলাম কিন্তু সময়ের ব্যবধানে আজ আমি তাদের কাছে ঘুনার পাত্রে পরিনিত হলাম। এই ককাকৃত্বতা আমার ভাল লাগেনা কোথাই গেলে নিজেকে একটু স্বাভাবিক ভাবতে পারব কোন উত্তর পেলাম না।
অভিমান করে বাহির হলাম আর কখনো বাড়ী ফিরবোনা যদি কখনো আমি আগের মতো হতে পারি তাহলেই ফিরবো ২০০৪ এক জন মানুষের সন্ধান পেলাম যে আমাকে একটা স্বাভাবিক জীবন যাপনের জন্য একটা কাজ দিল আমি নিজেকে সারাক্ষন কাজের মাঝে জড়িয়ে রাখি। প্রথম প্রথম একটু খারাপ লাগতো তখন আমি নিজেকে রুমের মাঝে বন্ধি করে রাখতাম এভাবে কাটলো তিনটা মাস। একদিন আমাকে নিয়ে সেই লোকটা ঘুরতে গেলেন তার গ্রামের বাড়ীতে মতলব চাঁদপুরে।
সারাক্ষন আমি তার সাথে সাথে থাকি সে আমাকে যেমন ভাবে বলে আমি সেই ভাবেই চলতে থাকি। মাঝে মাঝে সে আমাকে বিদেশী ব্যন্ড এনে দেই কারন আমি যেন নিজেকে স্বাভাবিক রাখতে পারি এবং আমি যেন অন্য কোথাও চলে না যাই । এভাবেই কাটালাম একটা বছর তার পর আমি এক দিন তাকে বললাম আমি একবার বাড়ী যাব সে আমাকে বললো সেখানে গেলে আমি আবার বন্ধু সহপাটিদের সাথে নেশাই ব্যস্ত থাকব তোর যাওয়া চলবেনা।
আমি নিজেকে কিছুতেই বুঝাতে পারছিনা কেন যেন আমার বাড়ীর কথা সবার কথা মনে পরছে। নিজেকে একটু সহজ ভাবে নেবার চেষ্টা করলাম আর অভিমানে ঘুমরে দরজা বন্ধ করে দিলাম পরের দিন সকালে তিনি নিজে থেকেই আমাকে কিছু টাকা দিয়ে বলরেন সাতদিন পর আবার এখানেই তোমাকে আমি দেখতে চাই।
আমার বাড়ী ফেরার কথা শুনে আমার বন্ধু সহপাটিরা সবাই এসে হাজির আমার এই এক বছরের মাঝেই অনকে পরবির্তন সবার সাথে কথা বললাম কিন্তু তাদরে সাথে আর আমি বাহির হলাম না । নিজেকে অনেক কষ্টের মাধ্যমে পরিবর্তন করেতেছি আমি এই সংগ্রামে হারতে পারবনা।
বাবা মার সাথে কথা বলিনা সবাই শুধু আমাকে বলে এতোদিন কোথাই ছিলি আমাদের ছাড়া তাদের সাথে রাতের খাবার শেষ করে আমার এক বছরের কাটানে সময়ের কথা বললাম। তারা আর আমাকে যেতে দেবেনা আমার বর্তমান অবস্থানে কিন্তু আমার সিদ্ধান্তেই আমি অটল।
আমি আবার ফিরে এলাম সেই মহান মানুষের কাছে।
এভাবেই কাটালাম তিনটা বছর এরি মাঝে নিজেকে অনেকটা পরিবর্তন করলাম সেই থেকেই নিজেকে ফেরালাম মরন নেশার পথ থেকে। এর জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি আর নিজের প্রচেষ্টা কিন্তু শুধু একার পক্ষে এই স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন যদি তার পরিবার এর সহযোগীতা না থাকে ।
আজ আমি মুক্ত সুন্দর স্বাভাবিক জীবন যাপন করছি এখন আর কোন হতাশা দুখ বেদনা আমার মাঝে নাই কারন আমি যে কারনে এই পথে এসেছিলাম তার জন্য ভালবাসা আর বেশি অর্থই দায়ি । বাবা মা কখনো জানতে চাইনি কেন আমি এতোটাকা খরচ করছি এটা তাদের ভুল ছিল। কারন তাদের ছেলে কোথাই যাই কি করে তার খবর রাখা।
কিন্তু আমি বাবা মা কে দ্বায়ি করবনা কানর এর জন্য এক জন রহস্য ময়ী নারীর প্রতি ছবি লুকিয়ে আছে যার কারনে আমি ভুলে গিয়েছিলাম সবকিছু।
মিথ্যা প্রয়াস আমার কেটে গেছে আমি মুক্ত দুই দিক থেকে নেশা এবং নারী এখন আমার থেকে অনেক দূরে ইচ্ছা করলেই আমাকে আর কেউ পর্প্স করতে পারবেনা। আমি স্বাধিন স্বাভাবিক ভাবেই বাচব আর দশ জনের মতো এটা আমার বিশ্বাস নিজের প্রতি।
আগামী দিন গুলোর জন্য আমার নতুন ভাবনা আমি চেষ্টা করবো আমার মতো আর কেউ যেন এই পথে না আসে । নেশার জন্য শুধু একজন মানুষ নিজেই দ্বায়ি না এই সমাজ ব্যবস্থাও দায়ী তাই আমি বলতে চাই যদি সমাজের আইন শৃখলা বাহিনী ও সচেতন মানুষ গুলো যদি এক সাথে কাজ করে তাহলে এই মরন পথ বন্ধ করা যাবে।
আমি দেখতে চাই নেশা মুক্ত বাংলাদেশ
ধ্রুব....................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।