আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ইলেকশন



বি এন পি, আওয়ামী লীগ কী জনগনকে গাধা মনে করে ? ইলেকশন কী মামার বাড়ির মোয়া ? কিছু গুরূত্বপূর্ন কাজ শেষ না করে ইলেকশন দেয়া কোনমতেই ঠিক হবে না : 1. যারা সন্ত্রাস এবং দুনর্ীতি করেছে তাদের বিচার শেষ করা এবং দোষী প্রমানিত হলে অন্তত 5 বছর তাদের ইলেকশনে অংশ গ্রহন নিষিদ্ধ করা । 2. সকল অবৈধ দখলমুক্ত করা । 3. সরকারী চাকুরী থেকে অবসরের অন্তত 5 বছর রাজনীতিতে অংশ গ্রহন নিষিদ্ধ করা । 4. রাজনীতিবিদ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সরকারী চাকুরীজীবি, এনজিও পরিচালনাকারী, ব্যাংকার, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠনের কর্নধার, গার্মেন্টস ব্যবসায়ী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, বুদ্ধিজীবি সহ যারা সমাজ, দেশ ও জনগন নিয়ে কথা বলে অর্থ্যাৎ যাদের কথায় জনগনকে কান দিতে হয়, তাদের সকল সম্পদের হিসাব প্রকাশ করার বিষয়ে কঠোর আইন-প্রনয়ণ সহ যাবতীত ব্যবস্থা গ্রহন করা । 4. শিক্ষক, ছাত্র, শ্রমিক রাজনীতির জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরী করা।

5. প্রতিটি মানুষের জন্য জাতীয় ডেটাবেজ তৈরীর কাজ শুরু করা । 6. ভোটার আইডি কার্ডতৈরী করা। 7.ভোক্তা অধিকার আইন প্রনয়ণ করা । এই কাজগুলো করতে 1 বছরের বেশী সময় লাগার কথা নয় । ফলে, 2008 সালের মার্চমাসের মধ্যেই ইলেকশন সম্পন্নকরা সম্ভব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।