আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের ফুল

কাগজে আঁকা ফুলের পেছনে ছুটে চলা, হাওয়ার গতিতে যেন পিপিলিকার দল। কাদা মাটির তরে ডুকরে কেঁদে ওঠে গহীন, জীর্ণ কন্থা জড়ায়ে বিষণ্নতার পদলেহন। আলিসান ডুগডুগি বাজে মন মাঝে, পাথরের বুকে মিলে কোমলের দেখা। জননীর পথ ভুলে আমি তাই, সমুদ্র পাড়ে দেখি মৃত স্বপ্নালোক। সাধনার অস্তাচলে বাঁধি ছাগলছানা, স্বপ্নের বালুচরে তাড়াই পাতিহাস।

পাঁজাকোলে করে আমি জগৎ সংসার, ব্যাথায় টনটনে শিরদাঁড়, তবুও ছাড়তে রাজি নই। প্রাসাদের চকচকে বর্তা দেখে গোফে চিমটি কাটি, স্বর্গ অন্দরের চাদরখানা যেন মিহি মিহি লাগছে। নীলপানে দেখি আমি বাদুড়গুলো বড় সুখি, গাছে গাছে কি সুখ সুখ করছে! সাগরপাড়ের কুটিরটিরে সাজিয়েছি বহু সাধনায়, বিদ্যার হুঙ্কার তুলে লেজগুটানো শেয়ালের মত, কিম্বা খোলসটির পাশবিকতার বুদবুদে, লাস্যময় শীৎকারে বিভোর, নিঃসাড়। সাঁজের বেলা বড় স্বাদ জাগে, সলোমানি তক্ত নিয়ে ঘুরি। এ যে কাগজের ফুল! তাইতো! কত চেটেছি! অবলেহনে পাইনি সুমিষ্ট কিছু।

লেগে আছে নিপীড়িতের বিষ্ঠা তাতে। তুরাগ পাড়ের কত মুসাফিরের কান্না, যেন মৃত সাগরের গুঞ্জন উঠেছে আজ। গোধুলী লগ্নের এ কাগজের ফুল, উষাটি যেন না দেখে। পোড়ায়ে ফেল তারে বিশ্ব মানবতা, হিংসা-বিদ্বেষ ছাড়িয়ে আন আগামীর রক্ত আবীর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।