আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের নৌকা



একদিন অনেক বৃষ্টি হলো জল জমে জমে ভাসলো উঠোন আমি আনমনে কাগজ তুলে নিয়ে হাতে নৌকা বানাই.............. জলে নেমে বৃষ্টি ভেজা হয়ে উঠোনে ভাসাই কাগজের নৌকা এরপর আনন্দ চিৎকার বেজে ওঠে হৃদয় জুড়ে কিন্তু হায়............... আমার সেই কাগজের নৌকা ডুবে যায়............... ছোট্ট বেলার সেই ছোট্ট মনের খেলা ছোট্ট দু'হাতে কত উন্মাদনার ছোঁয়া হৃদয়ের যত সুখ ছিল সেই নৌকার সাথে কিন্তু হায়................. আমার সেই কাগজের নৌকা ডুবে যায়.................. এখনও তেমনি করে বৃষ্টি নামে ভাসিয়ে দিয়ে যায় আমার উঠোন ভাবনায় ভাসার সেই কাগজের নৌকা দূরে কোথায়................. আমার সেই কাগজের নৌকা ডুবে যায়..................... গানটা শুনতে চাইলে এখানে পাবেন। অ্যালবাম: তমাল। শিল্পী ও সুরকার: তমাল। গীতিকার: শ্রাবণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।