আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের নৌকা

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা বোধের বন্দর ডুবে গেছে । জেগে আছে বিস্তীর্ণ রাত ! নদীর ঢেউ খাওয়া জল , অবাধ্য বাতাস আর আমি । জানালার কপাট খুলে তাকাতেই একরাশ ঝলমলে দুঃখ আমাকে স্বাগত জানায় । কেন এমন হয় ? আকাশ চুইয়ে পড়া জোছনার আলো, তখন আমার চোখের জলে আলো ছায়া খেলে যায় । আচ্ছা কোনটা বেশি স্বচ্ছ ! চোখের জল ? নাকি বৃষ্টির জল ? ইট পাথরের এই যান্ত্রিক শহরে নিজেকে আজকাল বড় বেশি বেমানান লাগে ! মন খারাপের মেঘলা দিনে বড় বেশি অসহায় হয়ে যাই । চোখের নদীতে তখন জোয়ার আসে । নিজেকে কাগজের নৌকা মনে হয় ! কাগজের নৌকার মতো কেবলই ভিজতে ভিজতে ভাসতে ভাসতে তলিয়ে যাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।