ভালবাসি স্বপ্ন দেখতে, ভালবাসি স্বপ্নলিখতে। আর সারাটাক্ষণ মেতে থাকি স্বপ্ন নিয়ে। স্বপ্ন নিয়েই আমার সব। স্বপ্ন নিয়েই বেঁচে আছি, এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছি। তাই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই।
কাগজের নৌকো ভাসিয়েছি এই বিশাল সমুদ্রে,
ওই দেখো, কেমন দুলে দুলে উঠছে তারা।
এই নীল সাগরের জল স্নেহের স্পর্শে ভিজয়ে দিচ্ছে,
কিন্তু ওরা তো ভিজে ভিজে ছিঁড়ে যাবে।
তা যাক না।
তবু তো ওরা শুধু এক বালতি পানিতে সীমাবদ্ধ না থেকে সাগরের জলের স্পর্শ পেল,
তবু তো ওরা ঢেউয়ের ছলাত ছলাত শব্দ শুনল,
ঢেউয়ের সাথে খেলতে পারল,
এই বা কম কীসে?
না হয় ওরা হেরে যাবে, তাতে কী?
ওরা তো একটুকু হলেও আনন্দ পেয়েছে,
ওরা তো চেষ্টা করেছে জিততে,
সবসময় জিততেই হবে এমন কী কোন কথা আছে?
নেই তো।
তবুও ওরা কেউ কেউ সংগ্রাম করে সাগরের ওপারে চলে গেছে।
ওরা জিতে গেছে।
আমরা এক বিশাল সমুদ্রে ভাসছি।
কখনো গায়ে জল লাগছে, ভিজে যাচ্ছি, কেউ কেউ ছিঁড়ে যাচ্ছে।
কখনো ঢেউয়ের তালে দুলে উঠছি।
ডুবছি, আবার মাথা তুলছি, আবার ভাসছি।
কেউ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে,
কেউ সংগ্রাম করে টিকে থাকছে।
চলে যাচ্ছে সাগরের অপর পাড়ে।
তাদের যে অদম্য ইচ্ছে দেখবে সাফল্য কী।
সে আগ্রহকে দমাতে পারেনি উত্তাল ঢেউয়ের নাচন।
আমরা আসলে কাগুজে নৌকো, ভাসছি সুবিশাল সমুদ্রে, যে সমুদ্রের নাম জীবন।
ঠিক বলিনি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।