জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আজ এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা সকালে প্রতীকী রক্তপাত কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা নিজেদের শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত সংগ্রহ করে তা বোতলে জমা করেন। এরপর তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে যান। সেখানে উপাচার্যকে না পেয়ে তাঁরা সামনের সিঁড়িতে দুই বোতল রক্ত ঢেলে দেন। বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের বলছি... বেহুদা এইসব রক্তপাত কইরা কোন লাভ নাই...... আসলে দরকার হইলো যে যেমন তার সাথে তেমন আচরণ করা.... রক্তপাত বাদ দিয়া কালকে জুতা থেরাপী দেন কাম হইলেতো হইলো না হইলে তারপরে দিবেন মুতা(পিসাব) থেরাপী... সোজা বারডেম হাসপাতাল থেকে কিছু ডায়বেটিক রুগি নিয়া ভিসি ও প্রো-ভিসি অফিসের সিঁড়িতে পিসাব করাইবেন.. সরাসরি গায়ে পিসাব করাইতে পারলে ২৪ ঘন্টায় ভাল ফলাফল পাওয়ার আশা করা যায়.... আর যদি তাতেও এই নির্লজ্জ, বেহায়া, সরকারের পাচাটা কুত্তারা না বিদায় হয় তারপরের দিন দিবেন গু থেরাপী (কুত্তার গু).. আশা করি সাহারা আফার দোয়ায় এইবার ৪৮ ঘন্টায় ফল পাইবেন। ফ্রি'তে তিনটা আইডিয়া দিয়া দিলাম.... আশা করি কাজে লাগাবেন.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।