আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটের রাকিব, আমাদের ছোট ভাই...

বি-বাড়িয়ার এক মধ্যবিত্ত পরিবারে ছেলেটির জন্ম। শৈশব আর কৈশরের দিনগুলো কেটেছে দুরন্ত তিস্তার পারে। ছোটবেলার প্রিয় স্মৃতিগুলোর দিকে ফিরে তাকালে চোখের সামনে জ্বলজ্বল ছোট ভাই আর বন্ধুদের সাথে নিয়ে কাটানো তিস্তা পাড়ের দিন আর স্কুল শিক্ষক বাবার হাতে ধরে মেঠো পথ দিয়ে স্কুলে যাবার দিনগুলো। জ্বলজ্বল করা স্মৃতি-গুলোই এখন ঝাপসা হয়ে আসে, চোখের কোনে জমতে শুরু করে বিষাদের নোনা জল। বাবা তো সেই নবম শ্রেনীতে থাকার সময় সবাই কে একা রেখে কাউকে কিছু না বলেই পাড়ি জমিয়েছেন কিছু না বলার দেশে।

পরিবারের মাথার উপর বটগাছ হয়ে ছিলেন যে মা, সেও অভিমান করে বাবার কাছে চলে যাওয়ায় ছোট দুইটা ভাইয়ের একমাত্র অভিভাবক হয়ে দাড়াল হেলাল নামের সেই ছোট্ট ছেলেটি। দুরন্তপনার দিন শেষ হবার আগেই তাকে হাল ধরতে হলো ভগ্নপ্রায় এক সংসারের। ইন্টারমিডিয়েট পাশ করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সুযোগ পেলেও ছোট ভাইদেরকে কাছে থেকে মানুষ করতে হবে এই চিন্তা করে বি-বাড়িয়াতেই গনিতে স্নাতকে ভর্তি হয়ে টিউশনি করে ছোট ভাইদের পড়াশোনা করাতে লাগলো। ছোট ভাই দুজন ও তাকে হতাশ করলো না। রাকিব এবং রাসেল দুই ভাই-ই বুয়েটে ভর্তি হলো, ততদিনে হেলাল ও তার মাস্টার্স শেষ করে ফেলেছে।

সুখের আগমনী গান শুনতে শুনতে হটাৎ করেই আবার জমতে শুরু করলো বিষাদের কালো মেঘ। স্নায়ুচাপের সমস্যায় দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি নষ্ট হয়ে যাবার আশংকা দেখা দিলে ক্যাম্পাস থেকে টাকা তুলে রাকিবকে চেন্নাইয়ে পাঠানো হয়। সেখানে এপোলো হসপিটালের চেকআপে ৮ ডিসেম্বর তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। রাকিব কে নিয়ে হেলাল যখন চেন্নাইতে অবস্থান করছে, ছোটভাই রাসেল (বুয়েট, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, ১০ম ব্যাচ) তখন হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে সাহায্যের আশায়। ক্যান্সার প্রাথমিক পর্যায় অতিক্রম করায় রাকিবের অবস্থা আশঙ্কাজনক।

১০ ডিসেম্বর থেকেই তার কেমোথেরাপি শুরু করতে হবে। এজন্য খরচ হবে ১০ লাখ রুপি (১৫ লাখ টাকা)... কেমোথেরাপি চলাকালীন যদি তার শারীরিক অবস্থার আরো অবনতি হয় তাহলে আইসিইউ তে ভর্তি করা লাগবে যেখানে খরচ হতে পারে আনুমানিক আরো ১০ লাখ। তার চিকিৎসার জন্য সর্বমোট ২৫ লাখ প্রাথমিকভাবে লাগবে এবং এই ব্যয়ভার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। কেমোথেরাপিতে অবস্থার উন্নতি হলে ছয় মাস অন্তর তিন বছর ব্যাপি তার আরো ট্রিটমেন্ট করা হতে পারে। এই অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই বন্ধুর জীবন বাঁচানোর জন্য দ্রুত অর্থসাহায্য প্রয়োজন।

যে যার অবস্থান থেকে প্লিজ সাহায্য করুন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, কর্মস্থল, প্রবাসী বাংলাদেশীদের থেকে টাকা তুলে নিম্নোক্ত ব্যাংক একাউন্টে অতিস্বত্তর টাকা পাঠান নইলে এই মেধাবী ছাত্র বিনা চিকিৎসায় অকালেই মারা যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন Click This Link আর আমাদের সাথে কথা বলতে Kaimul Islam Rubel +8801712914354 Jobayer Alam Jony +8801740902042 Mufazzal Hossain Rubel +8801674176018 Helal (out of country in India) +919791158949 A/C INFO: A/C NAME: MD.KAIMUL ISLAM A/C NO: 1548202336478001 BRAC BANK LTD. BANGLADESH ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.