হরবোলা আমরা অনেকে আঘডুম বাঘডুম বলি। আবার অন্যের প্যান্ট ধরে টানাটানিও করি। আসলে পরনের জামাটা সাদা হলেও ভিতরের মনটা বেজায় কালো। হাসিটা মুখোশ আড়ালে বিকৃত মুখশ্রী। মনটায় যাত্রাবাড়ীর ময়লায় ভরা।
জামার ময়লা সাবানে যায় কিন্তু মনের ময়ালা যায় কেমনে। গানের দু’টি লাইন মনে পড়ে গেলঃ
মনে যদি পঁচন ধরে গন্ধ কি তার পাওয়া যায়।
চক্ষে যারে যায় না দেখা মলম দিব কোন জায়গায়।
বাহিরে আমি কিন্তু ভিতরে অন্যজন। আমাদের অনেকের চরিত্র এমন।
এমন চরিত্র আপনাকে আপনার মাঝে নিঃস্ব করবে। কারণ আপনার ভিতরের আমি ও বাহিরের আমির দ্বান্দ্বিকতায় আপনার স্বকীয়তা বিনষ্ট হবে। কোন এক সকালে জেগে উঠে দেখবেন আপনার মাঝের আপনাকে আপনি আর খুঁজে পাচ্ছেন না। এর চেয়ে দীনতা আর নেই। কারণ আপনার মাঝে আপনি নেই।
যে আপনাকে নিয়ে আপনি গর্ব করতে পারতেন।
আপনার মনে ফুলের বাগান করতে পারেন আবার হাজারী বাগের টেনারীও বানাতে পারেন। কোনটা বানাবেন সেটা আপনার রুচিবোধের ব্যাপার। কারণ কেউ দুধ বেচে শুঁটকি কিনে খায় আবার কেউবা শুঁটকি বেচে দুধ কিনে খায়। যার যেটা পছন্দ।
কারণ পছন্দ করার অধিকার একান্তই আপনার। এখানে অন্যের প্রবেশাধিকার সংরক্ষিত। যে মানুষ নিজের মনে ফুলের চাষ করেছে সে সবার মাঝে সুন্দর খুঁজে। সে যে সুন্দরের পুজারী। যার মনে ময়লা জমেছে, সে সবার মনকে ভাগাড় মনে করে।
যার মনে ময়লা জমতে শুরু করছে তার আর রক্ষা নেই। তার জীবনে এমন দিন আসবে মনের ময়লার স্তুপের নীচে মনটাকে আর খুঁজে পাবে না। তখন সে পুরাপুরি নিঃস্ব। মনহীন নিঃস্ব লোক যে কোন কিছু করতে দ্বিধা করে না। পরশ্রীকাতরাতা, পরনিন্দা, পরচর্চা, ব্যক্তি আক্রমণ, শালীনতার সীমা লংগন তার জন্য মামুলী ব্যাপার।
আরো একটি গানের দু’টি লাইনঃ
এক হৃদয় হীনের কাছে
আরেক হৃদয়ের দাম কি আছে?
এরা অপরের নিন্দা করতে করতে নিজের দিকে খেয়াল করার সময় পায়না। ইত্যবসরে তাকে যে লোকে নিন্দা করতেও ঘৃণা করে সে কথাটি তাকে বোঝানো যায় না। কেউ যদি তাকে জোর করে আয়নার সামনে দাঁড় করায় তবে সে নিজের প্রতিবিম্বকে অবিশ্বাস করে না। নিজের প্রতিবিম্বের মাঝে অন্যকে খুঁজে পায়। অন্যের কুৎসা রটিয়ে এরা সুখ লভিতে চায়।
ইহার বিপদজনক। আপনার, সংগঠনের, প্রতিষ্ঠানের সমাজের, রাষ্ট্রের ও সর্বোপরি বিশ্বের জন্য ক্ষতিকর। পারলে এদের কাউন্সিলিং করুন। না পারলে এদের চিরতরে বর্জন করুন। এদের আবর্জনায় নাক ডুবিয়ে শ্বাস নিতে দিন।
প্রকৃতির ভাল বায়ু সেবন করিলে ইহাদের মন ভরেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।