আমাদের কথা খুঁজে নিন

   

মনের ঘরে....

স্বপ্নবাজ

মনের ঘরে নেই প্রহরী আজ, আমার কপালে বড় একটা ভাঁজ, ইচ্ছেমতো যাওয়া আর আসা, মন চাইলেই ভালোবাসায় ভাসা, কিছু চেনা গল্প-কবিতায় ডোবা, নেই বুনো হাতছানি, শুধুই ভাবা, ভেসে আসে সুর বাতাসের ডানায় চড়ে, থাকো বসে তুমি আমি যাবো উড়ে, মনের আয়নাতে দেখিনা কোন ছবি, নই আমি দাড়ি-গোঁফে মুখ ঢাকা কবি। নেই ভালো-মন্দের সমীকরণ এখানে, কোনটা সঠিক-কোনটা ভূল কে জানে, নিঝুম রাতে ভাবনারা আসে দল বেঁধে, হঠাৎ কি এক কারণে কে যেন যায় কেঁদে, ভূলে যাও মূহুর্ত যা কিছু চাওয়া নয়, গভীর রাতে তুমি পেওনা যেন ভয়, সূর্য্য মামা উঠবে সকালে হঠাৎ জেগে, কখনো স্নিগ্ধ, কখনো বা উঠতে পারে রেগে, মনের আয়নাতে দেখিনা কোন ছবি, নই আমি দাড়ি-গোঁফে মুখ ঢাকা কবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.