বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । আমার মনে ঘুর ঘুর করে যে কথা গুলো বা ভাব বা ধারণা গুলো তা শেয়ার করছি আপনাদের সাথে।
একান্ত ''আমার মন'' এর কথা। ধার করা কারো কথা নয়।
১.
পুরা দেশটাই যেখানে ডিজিটাল হয়ে বসে আছে সেখানে আমাদের স্যারেরা এখনো ''রহিম-করিম' নিয়ে বসে আছেন !
কোন উদাহরণ দিতে গেলে এখনো তারা 'রহিম আর করিম' সাহেব কে নিয়ে টানাটানি শুরু করেন।
কেন রে বাপু, ''মেসি-রোনাল্ডো'' বা ''মি.মাউস-মি.গাউস'' নাম নিয়ে উদাহরণ টানলে ক্ষতি টা কি ?
আদিকাল থেকে রহিম বা করিম সাহেবের নাম খানি উদাহরণের জন্য দৌড়ের উপর আছেন। এখন বেমানান লাগে। যুগের সাথে তাল মিলানো উচিত না ?
২.
হ্যালো, কে বলছেন?
-জী আন্টি আমি আপনার বাসা ভাড়া বিষয়ে কথা বলতে চাচ্ছি।
-ব্যচেলর নাকি ফ্যামিলি?
-মানে এখনো বিয়েটা করি নি। তবে বিয়ের বয়স হয়েছে।
-আসলে আমরা ব্যচেলর ভাড়া দিবো না। বাজে সমস্যা, আপনি রাখতে পারেন।
-তাহলে আন্টি আপনি আমার জন্য একটা মেয়ে দেখেন তো ! আমি PHD করা ছেলে। বড় লোক বাপের এক মাত্র সন্তান।
- তাই !! তা বাবা আসো না আমাদের বাসায়।
তোমার বাবাকে নিয়ে আসতে পারলে আরো ভাল হয়।
-হে হে হে আন্টি আপনার মেয়ে আছে বুঝি ? ভাল !
সাবধান মেয়েকে কোন ব্যাচেলরের কাছে বিয়ে দেবেন না যেন। ব্যাচেলররা অনেক খারাপ।
একটা বাড়ি ভাড়া নিতে আপনাদের মত লোভী/সাথর্পর বাড়ি ওয়ালাদের কাছ থেকে কম অপমান সহ্য করতে হয় না ।
আপনার মেয়েও তো এমনি হবে আপনার মত লোভী/সার্থপর ! তাকে বিয়ে করতে আমার বয়েই গেছে।
ফোন রাখ বেটি !
৩.
পুরুষের ঘরের শত্রু কে জানেন??
- ইন্ডিয়ান আজাইরা সিরিয়াল !
৪.
নিজেকে অন্যের অনুপ্রেরণার উৎস হিসেবে গড়ে নিন।
৫. অ.আ এর সুর্ন্দয্য-
আলোচিত আলোচনায় আলোকিত আজ আলোক আংকেল। অনেক আধাঁর আলোকিত করে আজ আনন্দে আছেন আংকেল!
আকাংখা অনেক অল্প আর অপুর্ণ আশায় অভাবিত আবেশে অনুপ্রবেশ আংকেলের অনন্তলোকে!
আন্টির অনুরোধে আংকেল আজ অনন্তলোকের আধাঁরে আছেন। আত্বসম্মান অনেক আংকেলের
আর আত্বতুষ্টিতায় আচ্ছাদিত আন্টির অমনোযোগিতায় আলোক আংকেল আমাদের আড়াঁলে আজ।
আমরা আত্বসম্মানে আলোকিত আলোক আংকেলকে অন্তরে আকঁড়ে আছি আজো।
'''
৬.
আমাদের দেশের মিডিয়া দুই নেত্রীর দিকে সবসময় ক্যামেরা আর কলম নিয়ে পরে থাকে। একজন আর একজন কে কি বলতাছে তা লিপিবদ্ধ আর দেখানোতে ব্যস্ত থাকে। দেশের বাকি সব গুল্লায় যাক-দুই মেডাম ঠিক তো দেশ ঠিক এমন মনোভাব তাদের ! দেশের একটি ছেলেকে অন্য দেশের সৈন্যরা তুলে নিয়ে গেল-তার কাছে ঘুষ চাইলো-তাকে শারীরিক অত্যাচার করলো-তা আবার রের্কড করা হল এবং ছেলেটিকে দেশের সীমানায় পাঠিয়ে দিল ! বরই আর্শ্চযের বিষয় এত কিছু ঘটে গেল দেশের ভিতর, আমাদের মিডিয়ার কাউয়া পাখিও টের পাইলো না !
এই পেইজটি থেকে এমন আরো কথা বা বাক্য পাবেন যা আপনার আমার মনের কথায়।
বদনা দে,নইলে উস্টা দিমু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।